ঢাকায় গরমের দাপট, তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.৫ ডিগ্রি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৯ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৫৬ পূর্বাহ্ণ

ঢাকায় গরমের দাপট, তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.৫ ডিগ্রি

রাজধানী ঢাকায় বেড়েই চলেছে গরমের তীব্রতা। সোমবার (৯ জুন) সন্ধ্যায় দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। যা জনজীবনে অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে।

গরমের তীব্রতা দিনের পাশাপাশি রাতেও অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। ফলে গরম থেকে রাতেও মিলবে না তেমন স্বস্তি।

অধিদপ্তরের তথ্যমতে, আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গত ৬ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তরের সকালে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে।

এছাড়া, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us