
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৯ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৩৯ পূর্বাহ্ণ
কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল।
সমাজ-বিনির্মাণ তথা বহুজাতিক সমাজে বেড়ে উঠা প্রজন্মকে জীবনধর্মী নাটক মঞ্চায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সম্যক ধারণা প্রদানের পাশাপাশি বাঙালি সংস্কৃতির ফল্গুধারা বিকাশের অভিপ্রায়ে নিউইয়র্কে ৩দিনব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে ২৭ জুন থেকে। ঢাকা তথা বাংলাদেশের মঞ্চ নাট্যাঙ্গণে ‘বিদ্রোহী কন্ঠ’ হিসেবে পরিচিত ইশরাত নিশাতের আত্মার প্রতি নিবেদিত এ নাট্য উৎসব হবে জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং হল তথা জেসিএএল (161-4 Jamaica Ave, Jamaica, NY 11432) মিলনায়তনে। কানাডা, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দলগুলোর নাটক মঞ্চায়ন ছাড়াও ‘বাংলা নাটকের চেনা-অচেনা অভিমুখ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। নাট্যকার ও পরিচালক মিথুন আহমেদের সঞ্চালনায় এ সেমিনারে মুল বক্তব্য উপস্থাপন করবেন কবি-নাট্যকার ও অনুবাদ বদরুজ্জামান আলমগীর। বক্তব্য দেবেন অধ্যাপক আব্দুস সেলিম, অভিনেতা-পরিচালক রোকেয়া রফিক বেবি এবং নাট্য বিষয়ক গবেষক-লেখক ড. বাবুল বিশ্বাস। নাটকে ব্যবহৃত এবং দর্শকপ্রিয় বেশ কিছু গানও পরিবেশিত হবে মঞ্চায়নের ফাঁকে। অর্থাৎ নাটক সম্পর্কিত অভিনয়-গান এবং বাংলা নাটকের ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে এ উৎসবের গুরুত্ব অপরিসীম বলে এ সংবাদদাতাকে জানিয়েছেন উৎসবের আয়োজক ‘কৃষ্টি’র প্রধান নির্বাহী এবং অভিনেতা-পরিচালক সীতেশ ধর।
উৎসবে অংশগ্রহণকারি নাটকগুলোর অন্যতম কানাডার ‘তিন মাতালের কান্ড’, ঢাকার ড্রামার ‘সংকটে শয়তান’, কৃষ্টির ‘দ্য গেম’ এবং ‘হেমলেট অ্যান্ড ওফেলিয়া’ এবং ‘গোধুলি বেলায়’। খ্যাতনামা অভিনেত্রী, নাট্য পরিচালক রোকেয়া রফিক বেবির একক অভিনয়ে মঞ্চস্থ হবে ‘কৃষ্টি’র সাইকোসিস নাটকটিও। এ উৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই প্রবাসের সাংস্কৃতিক কর্মী-সংগঠক-অভিনেতা-অভিনেত্রী-নাট্যকার-পরিচালক-প্রযোজক-শিল্পী-সাহিত্যিক সকলের মধ্যেই প্রাণচাঞ্চল্য তৈরী হয়েছে। কারণ, সৃষ্টিশীল নাট্যকর্মীগণের সমন্বয়ে এই উৎসব থেকে দর্শক-শ্রোতার প্রত্যাশার অনেক কিছুই মিলবে বলে মনে করা হচ্ছে।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24