ইতালিতে বাংলাদেশিসহ ২৫ লাখ প্রবাসীর জন্য দুঃসংবাদ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১০ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৫৯ পূর্বাহ্ণ

ইতালিতে বাংলাদেশিসহ ২৫ লাখ প্রবাসীর জন্য দুঃসংবাদ

ইতালিতে নাগরিকত্ব আইনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত গণভোটটি ভোটার উপস্থিতির ঘাটতির কারণে বাতিল হয়ে গেছে। এতে করে দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ প্রায় ২৫ লাখ অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

৯ জুন (সোমবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দুই দিনব্যাপী এই গণভোটের মূল উদ্দেশ্য ছিল বিদেশিদের নাগরিকত্বের আবেদনের সময়সীমা ১০ বছর থেকে কমিয়ে ৫ বছরে আনা, শ্রমিকদের কর্মসংস্থানে সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করাসহ বেশ কয়েকটি সামাজিক ও মানবাধিকার সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাবনা।

তবে ইতালির নির্বাচনী আইনে বলা হয়েছে, কোনো গণভোট বৈধ বলে গণ্য হতে হলে মোট ভোটারের অন্তত ৫০ শতাংশের অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু এবারের গণভোটে অংশ নিয়েছেন মাত্র ৩০ দশমিক ৬ শতাংশ ভোটার, ফলে তা বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবগুলো পাস হলে দেশটিতে অবস্থানরত বহু বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীরা নাগরিকত্ব পেতে আরও সহজ সুবিধা পেতেন। তাই এই ফলাফলকে ‘দুঃসংবাদ’ হিসেবে দেখছেন অভিবাসী সম্প্রদায়ের সদস্যরা।

ইতালির কট্টর ডানপন্থি সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল, এই সংস্কারের বিরোধিতা করে আসছিল। বাংলাদেশি প্রবাসীরা মনে করছেন, ডানপন্থি দলগুলোর বিদেশি-বিরোধী প্রচারণাই গণভোটে কম ভোটার উপস্থিতির মূল কারণ।

এদিকে ইতালির বামপন্থি ও মধ্যপন্থি দলগুলো, নাগরিক সমাজ এবং একটি প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে গণভোটের আয়োজন করেছিল। তারা আশা করেছিলেন, প্রস্তাবটি পাস হলে ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালির আইনও আরও মানবিক ও সমতাভিত্তিক হবে।

উল্লেখ্য, ১৯৭৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত ৯টি গণভোটের মধ্যে ৮টিতে প্রয়োজনীয় ভোটার উপস্থিতি নিশ্চিত হয়েছিল। তবে এরপর থেকে এখন পর্যন্ত আয়োজিত ৩৪টি গণভোটের মধ্যে ৩০টিই বাতিল হয়েছে ভোটার উপস্থিতির অভাবে।

এই পরিসংখ্যানও দেখায় যে, গণভোট সংস্কারে ইতালির রাজনৈতিক ও সামাজিক পরিবেশে এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রবাসী অভিবাসীরা তাই হতাশ হলেও, ভবিষ্যতে আরও সচেতন অংশগ্রহণ এবং সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে আবারও নাগরিক অধিকার আদায়ের আশা করছেন।

Facebook Comments Box

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us