
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১০ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৬:৫৪ পূর্বাহ্ণ
কন্স্যুলেটে স্মারকলিপি প্রদান করেন সোসাইটির নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি, ইনক’ কনস্যুলার সেবার ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।
সোসাইটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনস্যুলেট সার্ভিসের বিভিন্ন সেবার ফি কোন কোন ক্ষেত্রে ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ প্রবাসীদের জন্য অন্যায় ও অযৌক্তিক আর্থিক চাপ হিসেবে দেখা দিয়েছে। তারা এই সিদ্ধান্তকে প্রবাসীবান্ধব সরকারের নীতির পরিপন্থী এবং প্রবাসীদের প্রতি অমানবিক আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
গত ৫ জুন বুধবার বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ আলী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক-এর ভাইস কনসালের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন কোষাধ্যক্ষ মফিজুল ভুঁইয়া রুমি, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল কাশেম।
স্মারকলিপিতে সোসাইটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, “যেখানে প্রবাসীরা দুই হাত ভরে দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করে যাচ্ছে, সেখানে এমন সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি অবহেলার সামিল।”
বাংলাদেশ সোসাইটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে, “এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে প্রবাসীদের সঙ্গে পরামর্শক্রমে একটি সহনশীল ও মানবিক ফি কাঠামো নির্ধারণ করা হোক।”
বাংলাদেশ সোসাইটি আশা প্রকাশ করে, সরকারের যথাযথ দৃষ্টি ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে এই সংকটের দ্রুত সমাধান হবে এবং প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24