নিউইয়র্কে জয়নুল আবদিন ফারুক

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না দিলে অবশ্যই প্রতিবাদ করবো

আনিসুর রহমান   প্রিন্ট
মঙ্গলবার, ১০ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৫০ পূর্বাহ্ণ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না দিলে অবশ্যই প্রতিবাদ করবো

জয়নুল আবদিন ফারুকের সাথে সাংবাদিক আনিসুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্কে ৯ জুন রাতে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদি ফোরাম’র এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছি আমার দলকে ক্ষমতায় নেবার জন্যে নয়, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে আনার জন্যে। সে তাগিদেই জুলাই-আগস্টের বিপ্লবের পর একজন নন্দিত ব্যক্তি হিসেবে আপনাকে ইন্টারিম গভর্ণমেন্টের প্রধান হিসেবে ক্ষমতায় বসানো হয়েছে। এ অবস্থায় আশেপাশে থাকা আওয়ামী প্রেতাত্মার কথা শুনে যদি নির্বাচন প্রলম্বিত করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এমন রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে আমরাতো অবশ্যই প্রতিবাদ করবো। আর সেই প্রতিবাদকে যদি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে, তাহলে সেটি ভুল ধারণা। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে জনগণের সমর্থনে যারা ক্ষমতায় যাবে তারাই তো আসল দল।

‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন’ শীর্ষক এই আলোচনা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক আরো বলেন, নির্বাচন প্রলম্বিত করার কোনই সুযোগ নেই। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মী-সমর্থক আর গণতন্ত্র প্রত্যাশী প্রবাসীদের পক্ষ থেকে আবারো দাবি জানাচ্ছি ডিসেম্বরেই নির্বাচন হবে তার সুনির্দিষ্ট তপসিল ঘোষণা করুন।

বক্তব্য দিচ্ছেন জয়নুল আবদিন ফারুক। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জয়নুল আবদিন ফারুক উল্লেখ করেন, এই যুক্তরাষ্ট্রেও আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখানেও আপনারা অনেক অপমানিত হয়েছেন। যারা অপমান করেছে তারা কিন্তু আজ দেশে নেই। তারা কিন্তু বিদেশের মাটিতে। যারা এক ফোটা পানি ১৫ বছরে ভারত থেকে বাংলাদেশে আনতে পারেনি। যারা নতজানু পররাষ্ট্র নীতি অবলম্বন করে ‘জয় হিন্দুস্থান-ভারত’ বলেছে, আজকে তারাই আবার তাদের কাছে আশ্রয় নিয়েছে। তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য অতীতের মতো আবারো সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আবারো যদি কেউ নব্য ফ্যাসিস্ট হতে চায় তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আবারো সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে নব্য ফ্যাসিস্ট রুপ ধারণ করতে চাওয়া সকলকে রুখে দাঁড়াবো।

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশী বাণিজ্যিক পাড়া ‘লিটল বাংলাদেশ’ এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জাতীয়তাবাদি ফোরামের সভাপতি নাঈম টুটুল এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি।

বক্তব্য দিচ্ছেন বেবি নাজনীন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সমাবেশের ‘গেস্ট অব অনর’ হিসেবে কন্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা বেবি নাজনীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন বিএনপির স্তম্ভ ও আদর্শ, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া একটি আস্থা, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল বিএনপির কান্ডারি আগামী দিনের নেতা তারেক রহমানও আমাদের একটি বিশ্বাস। এই তিনটিকে ধারণ করলেই আমরা ঐক্যমতের মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ পাবো এবং সেই সূত্রে ড. মুহম্মদ ইউনূসকে শ্রদ্ধাভরে তার প্রতি অনুরোধ তিনি যত দ্রুত সম্ভব তারেক রহমানের সঙ্গে একটি মিটিং করুন এবং বেগম জিয়ার সঙ্গে মিটিং করুন, তাহলে খুব দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, কোষাধ্যক্ষ জসিম ভ’ইয়া এবং মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব বাবরউদ্দিন, বিএনপি নেতা আহাম্মেদ সালেহ রুমেল প্রমুখ। বক্তারা নির্বাচনী তপসিল নিয়ে ইন্টারিম গভর্ণমেন্টের কালক্ষেপণের কঠোর সমালোচনা করে বলেন, প্রয়োজনে আবারো বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নামকে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে। বিশিষ্টজনদের মধ্যে সমাবেশে আরো ছিলেন বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন, আশরাফ হোসেন, মনির হোসেন, আনিসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us