
আনিসুর রহমান
প্রিন্ট
বুধবার, ১১ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:৪৭ পূর্বাহ্ণ
কর্মীসভায় বক্তব্য দিচ্ছেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্ক স্টেট বিএনপির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনকল্পে ১০ জুন মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাইদুর রহমান সাঈদ। বিপুলসংখ্যক নেতা-কর্মীর এ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন ভিপি, যুগ্ম সাধারন সম্পাদক মো আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো রইচ উদ্দিন, সাবেক সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহব্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, হুমায়ুন কবীর, দেওয়ান কাউসার, মো আশরাফ হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, নীরা রাব্বানী, সদস্য মুক্তিযোদ্ধা মশিউর রহমান, কাজী আসাদউল্লাহ, আলামিন সুমন, তাজুল ইসলাম, মইনুদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মাজহারুল ইসলাম জনি, দেলোয়ার হোসেন, জিনাত রেহেনা রিনা, খন্দকার সাইফুর রহমান, ভিপি আলমগীর, সাহাবুদ্দিন, আফরোজা আক্তার, সাহীদা আখতার, শেখ তারেক, বাঁধন প্রমুখ। উল্লেখ্য, বেশ ক’মাস আগে স্টেট বিএনপির কার্যকরী কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর অবশিষ্ট পদগুলো এখোন পর্যন্ত শুন্য থাকায় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সে তাগিদেই বিস্তারিত আলোচনা করা হলো পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে।
কর্মীসভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এ সময় প্রদত্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেছেন যে, বাংলাদেশের পরিস্থিতির আলোকে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের রেজাল্টের ওপর প্রবাসে আন্দোলন-কর্মসূচি নির্ভর করছে। নেতৃবৃন্দ উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সঠিক রূপরেখা ঘোষণা করতে হবে ড. ইউনূসকে। অন্যথায় তারা আবারো জাতিসংঘ, হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভের কর্মসুচি দিতে বাধ্য হবেন বলেও কোন কোন নেতা হুশিয়ারি উচ্চারণ করেছেন।
কর্মীসভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি বলেছেন, আমরা সোচ্চার থাকবো ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত।
সভাপতির সমাপনী বক্তব্যে অলিউল্লাহ আতিকুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়েছেন গত ১৬ বছরের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার জন্যে। সামনের দিনগুলোতেও ঐক্যবদ্ধ থাকতে হবে অবাধ একটি নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24