হাজিদের সতর্ক করে সৌদি সরকারের কঠোর নির্দেশ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৫ পূর্বাহ্ণ

হাজিদের সতর্ক করে সৌদি সরকারের কঠোর নির্দেশ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে ৫ জুন আরাফার ময়দানে মোনাজাতের মধ্য দিয়ে। এখন হাজিরা সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। এমন অবস্থায় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সব হাজিকে নির্ধারিত সময়ের মধ্যেই দেশটি ত্যাগ করার কঠোর নির্দেশনা জারি করেছে।

মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হজ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ছাড়তে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে সেটা আইন লঙ্ঘনের শামিল হবে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি ভবিষ্যতে হজ কিংবা ওমরাহর জন্য সৌদিতে প্রবেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, হজ ভিসা শুধুমাত্র হজ পালনের উদ্দেশ্যেই প্রযোজ্য। এই ভিসা ব্যবহার করে অন্য কোনো কাজ করা যাবে না। সময়মতো সৌদি ত্যাগ না করলে আইনি জটিলতা তৈরি হতে পারে এবং ভবিষ্যতে হজ বা ওমরাহ ভিসা পেতে সমস্যা হতে পারে।

এদিকে, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাজিদের বিদায় নিশ্চিত করতে আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রা শেষে হাজিদের সুশৃঙ্খল ও নিরাপদে নিজ দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের প্রতি ভিসার নিয়ম-কানুন মেনে চলা এবং সৌদির আইন ও হজ মৌসুমের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us