
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:০২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্র প্রদর্শনের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে নিউইয়র্কে ‘বায়োস্কোপ ফিল্ম’র কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে কথা বলছেন নওশাবা রুবনা রশীদ (সর্বডানে)। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বাংলা চলচ্চিত্রের বিশ্বায়ন তথা বাংলা ভাষা-সংস্কৃতি আমেরিকাসহ বহির্বিশ্বে জনপ্রিয় করার অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রস্থ ‘বায়োস্কোপ ফিল্ম’ গত ৮ বছরে ৫০টি চলচ্চিত্র প্রদর্শন করেছে। এগুলো আমেরিকা, কানাডা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সিনেমা হলগুলোতে প্রদর্শনের সুবর্ণ জয়ন্তি উদযাপন করলো পরিবেশক সংস্থা ‘বায়োস্কোপ ফিল্ম।’ ১১ জুন বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে কেক কেটে ‘সুবর্ণ জয়ন্তি’ উদযাপনের আগে সংস্থাটির অন্যতম প্রধান নওশাবা রুবনা রশীদ গণমাধ্যমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বাংলা সংস্কৃতির ফল্গুধারা বহুজাতিক সমাজে প্রবাহিত করতে নিরন্তরভাবে সহযোগিতার জন্যে। এসময় নওশাবা রুবনা রশীদ অকপটে স্বীকার করেন যে, ২০১৭ সাল থেকে চলচ্চিত্র সমূহ প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়িক কোন সাফল্যই আসেনি। অধিকাংশ সময়ই গাইটের অর্থ ঢালতে হয়েছে। তিনি উল্লেখ করেন, মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে আমার স্বামী রাজ হামিদ এবং আমি কাজটি করছি এবং কম্যুনিটির অকুন্ঠ সমর্থন ক্রমান্বয়ে বাড়ছে বলে তা বাকিটা জীবনেও অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করছি। উল্লেখ্য, শারিরীক অসুস্থতার জন্যে রাজ হামিদ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্র প্রদর্শনের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে নিউইয়র্কে গণমাধ্যম কর্মীগণকে পাশে নিয়ে কেক কাটেন ‘বায়োস্কোপ ফিল্ম’র নওশাবা রুবনা রশীদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
৫০তম ছবি ‘তান্ডব’র প্রদর্শনী শুরু হচ্ছে ১৩ জুন শুক্রবার নিউইয়র্কের ‘কিউ গার্ডেন সিনেমা হল’-এ। ১৯ জুন পর্যন্ত চলবে এটি। এরপর যুক্তরাষ্ট্রের আরো ১৭টি স্টেটের সিনেমা হলে তা প্রদর্শিত হবে। রুবনা রশীদ এ সময় আরো জানান যে, তিনি চেষ্টা করছেন আরো ২০ স্টেটের সিনেমা হলে এই ছবি প্রদর্শনের জন্যে। এরপর তা যাবে কানাডায়। রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খানের ক্রাইম থ্রিলার চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান। বাংলাদেশের একটি টিভি অফিসে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনী। গত ঈদে (৭ জুন) তা বাংলাদেশে মুক্তি পেয়েছে। নওশাবা রুবনা রশীদ আশা করছেন বাংলাদেশের মতো এই প্রবাসের দর্শকেরাও খুশী হবেন ছবিটি দেখে। তিনি বলেন, আমরা যেহেতু ব্যবসার মনোভাব নিয়ে কাজ করছি না, তাই জীবন-ঘনিষ্ঠ ছবিকে আমরা প্রাধান্য দিচ্ছি। ৮ বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র ও কানাডার হলগুলোতে দর্শকের সংখ্যাও আশানুরূপভাবে বেড়েছে। বেশ কটি ছবি আমেরিকানরাও উপভোগ করেছেন অত্যন্ত আগ্রহের সাথে। নওশাবা রুবনা রশীদ জানান যে, হিন্দি, তেলেগু, উর্দূ, ইরানি, ফিলিপিনো-সহ ভারতের বিভিন্ন ভাষার ছবির পরিবেশকদের সাথে প্রতিযোগিতা করতে হয় আমাদের ছবি প্রদর্শনের জন্যে। তাই একইসাথে বহু হলে প্রদর্শনে সক্ষম হচ্ছি না। তবে চেষ্টা করছি সবসময়। রাজ হামিদের পক্ষ থেকে নওশাবা রুবনা রশীদ আরো জানান যে, তারা নিউইয়র্কে একটি সিনেমা হল প্রতিষ্ঠার চেষ্টায় আছেন। বিশাল বাজেটের এই পরিকল্পনা একা তাদের পক্ষে বাস্তবায়িত করা সম্ভব নয় বলে সংস্কৃতির প্রতি মমত্ববোধ রয়েছে এমন প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।
চলচ্চিত্র নির্মাতা-লেখক-সাংবাদিক শামিম আল আমিনের সঞ্চালনায় গণমাধ্যম কর্মীগণের সাথে কুশলাদি বিনিময়ের এ অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রকে বিশ্বায়নের এ প্রয়াসকে সাধুবাদ এবং সামনের দিনগুলোতে সহযোগিতার দিগন্ত প্রসারিত রাখার প্রত্যয়ে কথা বলেছেন এফ এ ফারজানা, পিয়াল হাসান এবং তানভির তারেক।
Posted ৯:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24