টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অপপ্রচারণার প্রতিবাদে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সভা

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৪ পূর্বাহ্ণ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অপপ্রচারণার প্রতিবাদে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সভা

টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

টাওয়ার হেমলেটস লেবার পার্টি ও ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের আয়োজনে চার বারের নির্বাচিত ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ও প্রোপাগান্ডার প্রতিবাদে ১০জুন মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেন্স সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিছ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হুসেইন, সাবেক কাউন্সিলর তারিক খান, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী , লেবার পার্টির বিএমইর সাবেক চেয়ার ডক্টর আনিছুর রহমান আনিছ, বিএমইর সাধারন সম্পাদক বাবুল খান, হুয়াইট চ্যাপেল ওয়ার্ড লেবার দলের সাধারন সম্পাদক সুয়েজ মিয়া, লেবার দলের সহ সভাপতি নাজমা হুসেইন, আসমা বেগম, ব্যাবসায়ী সামস উদ্দিন সামস, সাংবাদিক শাহেদ রহমান , সাংবাদিক মিজানুর রহমান মিরু, ব্যাবসায়ী বদরুল হক, কমিউনিটি নেতা মুক্সুদ রহমান, সাংবাদিক মুমিন আহমেদ , ব্যবসায়ি দিপঙ্কর তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা টিউলিপ সিদ্দিক এমপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডার প্রতিবাদ জানান। তারা বলেন বাংলাদেশের প্রশাসনের ছত্রছায়ায় অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের তথাকথিত সংবাদ মাধ্যম নানা অপপ্রচার চালাচ্ছে এবং তার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। ব্রিটিশ মূলধারার রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বক্তারা বলেন নোবেল বিজয়ী ড. ইউনুসের উচিত ব্রিটেন সফরকালে এর জবাব দেয়া, আমরা মনে করি ড. ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি বিশেষ একটি গোষ্ঠীর চাপে তাদের হীনস্বার্থ হাসিলে তাদের হয়েই কাজ করছেন।

ড. ইউনুসের প্রেস সচিব সফিকূল আলমকে মিথ্যাবাদী আখ্যায়িত করে বক্তারা বলেন, এই সফিকুল আলম বিভিন্ন বিষয়ে বারবার মিথ্যাচার করছেন। তিনি দুদিন আগে বলেছেন টিউলিপ সিদ্দিকের কোন পত্র পাননি। গতকাল লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ‘‘ আমরা পেয়েছি’’। তিনি প্রেস সচিবের দায়িত্ব নিয়ে কথা বলছেন রাজনৈতিক ভাষায়। আমরা মনে করি তিনি এই দায়িত্ব নিয়ে তার রাজনৈতিক দর্শন বাস্তবায়নে কাজ করছেন। আমরা প্রফেসর ইউনুসকে অনুরোধ করছি এধরনের দলবাজদের থেকে সতর্ক থাকতে। অন্যথায় দেশ ও জাতির ক্ষতি হতে পারে।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us