
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৪ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১:৫৫ অপরাহ্ণ
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ড ইউনূসের লন্ডন সফর সম্পর্কে লিখেছেন যে,
১. তিনি বাংলাদেশের মানুষের কাছে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার বিষয়ে মিথ্যা বলেছিলেন, ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রের টাকা খরচ করেছেন।
২. বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা কেন আটকাতে পারেননি সে ব্যাপারে ইউনুস চ্যাথাম হাউজে মিথ্যাচার করেছেন। এই ধ্বংসযজ্ঞের পেছনে তার ও তার উপদেষ্টামন্ডলীর পুর্ন সমর্থন ও সহযোগিতা ছিল। এমনকি বুলডোজারটাও তারা যোগাড় করে দিয়েছিল।
৩. দুদকের কাজে হস্তক্ষেপ না করার বিষয়ে তিনি বিবিসির কাছে মিথ্যা বলেছেন। আগস্ট থেকে আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলাই মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইউনূস একাধিক মামলা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার কাছে আমার পরিবারের বিষয়ে মিথ্যাচার করেছে।
৪. তার প্রেস সচিব গণমাধ্যমের সামনে বলেছেন যে একজন ব্রিটিশ এমপি তাকে বলেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার কানাডায় আছেন। এটি শুধু মিথ্যাই নয়, বরং বলাটাও একটি অযৌক্তিক ব্যাপার ছিল কারণ সেই মুহূর্তে প্রধানমন্ত্রী হাউস অফ কমন্সে ছিলেন। ইউনূসের প্রধান গুজববাজ ভুলে গিয়েছিলেন যে তিনি মিথ্যা হত্যা মামলা এবং জেলের ভয় দেখিয়ে আন্তর্জাতিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন না।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মতো প্রধানমন্ত্রী স্টারমারও ইউনুসকে সাক্ষাৎ দেননি কারণ ইউনুস অনির্বাচিত ও অবৈধ একজন ক্ষমতাদখলকারী যে বাংলাদেশের অস্তিত্বকে ধুলায় মিশিয়ে দিচ্ছে।
Posted ১:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24