তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মেরিল্যান্ডে বিএনপির সমাবেশে নিতাই রায় চৌধুরী

চাঁদাবাজিসহ অপরাধে লিপ্তরা কোন নির্বাচনেই বিএনপির নমিনেশন পাবে না

ওয়াশিংটন ডিসি প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৪ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৬ পূর্বাহ্ণ

চাঁদাবাজিসহ অপরাধে লিপ্তরা কোন নির্বাচনেই বিএনপির নমিনেশন পাবে না

মেরিল্যান্ড বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন নিতাই রায় চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস ২৪ডটকম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মেরিল্যান্ড স্টেট শাখা আয়োজিত এক সংবর্ধনা-সমাবেশে সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালিন সরকারের আমলে বিভিন্ন স্থানে চাঁদাবাজি-দখলবাজির ঘটনা ঘটছে। লুটতরাজের সংবাদও পাচ্ছি। তবে এহেন বর্বরতার সাথে বিএনপির কেউই জড়িত নন। দুর্বৃত্তরা লুটতরাজ-চাঁদাবাজি-দখলবাজি চালাচ্ছে বিএনপির লেবাস লাগিয়ে। সত্যিকার অর্থে যারা বিএনপির কর্মী তারা কখনোই সামাজিক অস্থিরতা তৈরী করতে পারেন না।

মেরিল্যান্ড বিএনপি’র নেতা কমীদের প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আরো বলেন, সত্যিকারে যারা বিএনপি করেন তারা চাঁদাবাজের সাথে জড়িত নন। কিছু লোভী প্রকৃতির হাইব্রিড নেতা-কর্মী এসব করছেন। তারপরও আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা চাঁদাবাজিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, যারা চাঁদাবাজিসহ অপরাধে লিপ্ত তারা কখনোই কোন প্রকার নিবার্চনে বিএনপির নমিনেশন পাবেন না।

যুক্তরাষ্ট্রের রাজধানী সংলগ্ন মেরিল্যান্ড স্টেটে আগমণ উপলক্ষে গত বুধবার অপরাহ্নে বালটিমোর সিটিতে বাংলাদেশী মালিকানাধীন “কিচেন অব ইন্ডিয়া’ রেস্টুরেন্টে নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেরিল্যান্ড স্টেট বিএনপি’র সভাপতি সাহিদ খান চৌধুরীর সভাপতিত্বে ও স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মেরিল্যান্ড বিএনপি’র দপ্তর সম্পাদক তাহের মজুমদারের কন্যা তাহনী মজুমদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির বাবলু, বাবুল রহমান, বুলবুল মল্লিক ও মোবারক হোসেন লিটন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল বিএনপির এই বর্ষিয়ান নেতাকে ধন্যবাদ জানান এবং মেরিল্যাড বিএনপি গত সতেরো বছর কি করেছে তার বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। এসময় মেরিল্যান্ড স্টেট বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ফারহানা ইসলাম লীনার দ্রুত আরোগ্যে জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া , ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সাহিদ খান।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us