বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৪ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

ছবি সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান (বাবু)। তিনি রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

শনিবার (১৪ জুন) বিজিএমইএর নির্বাচনী বোর্ড ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের পদ বণ্টন সম্পন্ন করে। পরে পরিচালকরা ভোটের মাধ্যমে নতুন সভাপতি ও সহ-সভাপতিদের নির্বাচন করেন। এর আগে গত ৩১ মে অনুষ্ঠিত হয় বিজিএমইএর নির্বাচন।

এছাড়াও নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন:

সিনিয়র সহ-সভাপতি: ইনামুল হক খান

প্রথম সহ-সভাপতি: সেলিম রহমান

সহ-সভাপতি: মো. রেজওয়ান সেলিম

সহ-সভাপতি (অর্থ): মিজানুর রহমান

সহ-সভাপতি: ভিদিয়া অমৃত খান

সহ-সভাপতি: মো. শিহাব উদ্দোজা চৌধুরী

সহ-সভাপতি: মোহাম্মদ রফিক চৌধুরী

এর আগে অনুষ্ঠিত নির্বাচনে ‘ফোরাম’ জোট নিরঙ্কুশ জয় পায়। ঢাকার ২৬টি পরিচালক পদের মধ্যে তারা জিতেছে ২৫টিতে এবং চট্টগ্রামের ৯টি পদের মধ্যে ছয়টিতে। অর্থাৎ মোট ৩৫টি পরিচালক পদের মধ্যে ৩১টি জয় এসেছে ফোরামের হাত ধরে। অন্যদিকে, সম্মিলিত পরিষদ জয় পায় মাত্র চারটি পদে।

এবারের নির্বাচনে অংশ নেন মোট ৭৬ জন প্রার্থী। ‘ফোরাম’ এবং ‘সম্মিলিত পরিষদ’ উভয় জোট থেকে ৩৫টি করে পদে প্রার্থী দেওয়া হয়। তাছাড়া ‘ঐক্য পরিষদ’ ব্যানারে আরও ছয়জন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে বিজিএমইএর আগামী দুই বছরের কার্যক্রম ও পোশাক শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার দিক নির্দেশনা দেবে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us