নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে নিতাই রায় চৌধুরী

‘আওয়ামী লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক দল’

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ১৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ

‘আওয়ামী লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক দল’

নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ সবসময়ই পলায়নপর একটি রাজনৈতিক দল। জনগণের অর্থ সম্পদ লুটে তারা এবারও পালিয়েছে। একাত্তরের মার্চে মুক্তি পাগল জাতিকে সাগরে ভাসিয়ে শেখ মুজিব পাকিস্তানীদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এরপর কিংকর্তব্যবিমূঢ় বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। বাহাত্তরে সদ্য স্বাধীন বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ ও শেখ মুজিবের নেতৃত্বাধীন সরকারের সীমাহীন দুর্নীতি, অন্যায়-অনাচার-অপশাসনে বাংলাদেশের বহু মানুষ অনাহারে মারা গেছে। সেই সরকারের অপশাসনের প্রতিবাদ করায় ৩০ হাজার নেতা-কর্মীকে রক্ষী বাহিনী কর্তৃক হত্যা করা হয়। দেশপ্রেমিক সিরাজ সিকদারকে হত্যার পর বাকশালের জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব হুংকার দিয়েছিলেন ‘কোথায় সিরাজ সিকদার?’ উদ্ভ’ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পঁচাত্তরের ১৫ আগস্ট শেখ মুজিবের লাশ ধানমন্ডির ৩২ নম্বরে সিঁড়ির ওপর মাছিতে ভনভন করছিল। তেমনি অবস্থায় ফেলে রেখেই আওয়ামী লীগের নেতারা খন্দকারের মোশতাকের মন্ত্রিসভায় বঙ্গভবনে শপথ নিয়েছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী আরো উল্লেখ করেন, বাংলাদেশের মানুষকে মহাসংকটে ফেলে বারবার আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন, এখনো আমরা অবাক বিস্ময়ে ইতিহাসের একই পুনরাবৃত্তি দেখলাম। ১৫ বছরে তারা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে আগেই পাচার করে নিজেরাও নিরাপদ আশ্রয়ে পাড়ি দিয়েছেন। সত্যিকার অর্থে কোন রাজনৈতিক দলের নেতারা এমন পলায়নপর হতে পারে না।

নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে ফুলেল শুভেচ্ছা এডভোকেট নিতাই রায় চৌধুরীকে। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

নিতাই রায় চৌধুরী উল্লেখ করেন, নব্বইয়ের ডিসেম্বরে রাজনৈতিক পট পরিবর্তনের পর একানব্বইয়ের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বাংলার মানুষের অকুন্ঠ সমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। আসন্ন ফ্রেবুয়ারির নির্বাচনেও বাংলাদেশের মানুষ বিএনপিকে বিশাল বিজয় দেবে-সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সেই সরকারই বাংলাদেশকে ঢেলে সাজাবে। তাই দেশ ও প্রবাসের বিএনপি নেতা-কর্মীগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় স্বার্থে।

ঈদ পুনর্মিলনী উপলক্ষে জ্যাকসন হাইটসে মুনলাইট গ্রীল পার্টি হলে এ সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী। গেস্ট অব অনর ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কন্ঠশিল্পী বেবি নাজনীন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ স¤্রাট এবং জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী প্রমুখ। তারা জুলাই-আগস্ট বিপ্লবের ফসল বিএনপির ঘরে উঠানোর জন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন। একইসাথে দ্বৈত নাগরিকেরাও যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সে ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। যুক্তরাষ্ট্রসহ বহুদেশেই এমন ব্যবস্থা চালু আছে বলে বিএনপির প্রবাসী নেতারা উল্লেখ করেন।

নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ সমাবেশের আয়োজকদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন ও খোরশেদ আলম এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য খোরশেদ আলম।সভা পরিচালনা করেন রাশেদ আহম্মেদ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক ষ্টেট বি এন পির সাবেক যুগ্ম আহব্বায়ক দেওয়ান কাওসার, সাংবাদিক আনিসুর রহমান, মোতাহার হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের বাচ্চু মিয়া, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদত হোসেন রাজু, যুবদলের নেতা মনির হোসেন, বি এন পি নেতা এস এম জাংগীর হোসেন, ফারুক মজুমদার, যুবনেতা মিজান, নুরে আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি সুরুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us