‘তান্ডব’-মার্কিন মুল্লুকের দর্শকেরাও প্রশংসায় পঞ্চমুখ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৯ পূর্বাহ্ণ

‘তান্ডব’-মার্কিন মুল্লুকের দর্শকেরাও প্রশংসায় পঞ্চমুখ

‘তান্ডব’ প্রদর্শনের মধ্যদিয়ে আমেরিকা ও কানাডার সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনীর সুবর্ণ জয়ন্তি উৎসবটি দর্শকের আনন্দ-উল্লাসে উদযাপিত হলো। সপ্তাহব্যাপী লাগাতার প্রদর্শনীর প্রথম দিন অর্থা ১৩ জুন নিউইয়র্ক সিটির কুইন্সে কিউ গার্ডেন সিনেমা হলে তৃতীয় শো-তে উপচেপড়া দর্শকের সমাগম ঘটেছিল। ১২ বছরের কিশোরী থেকে ৭৮ বছরের প্রবীন দর্শকের প্রায় সকলেই হল থেকে বের হবার সময় তৃপ্তির হাসি হেসেছেন। দুই ঘন্টা ১০ মিনিটের ছবিটি শ্বাসরুদ্ধকর পরিবেশে প্রদর্শনের সময় বাঙালি দর্শকের অনেকে উচ্চস্বরে শাকিব আর জয়া আহসানের জয়ধ্বনি উচ্চারণ করে নিজেদের উচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়েছেন।

নিউইয়র্কে ‘কিউ গার্ডেন সিনেমা হল’এ তান্ডবের অপেক্ষায় সুধী দর্শক। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

উত্তর আমেরিকায় বাংলা সিনেমা প্রদর্শনের অভিপ্রায়ে ২০১৭ সাল থেকে কর্মরত ‘বায়োস্কোপ ফিল্মস’র অন্যতম কর্ণধার নওশাবা রুবনা রশীদ উচ্ছ্বসিত দর্শকের সাথে কন্ঠ মিলিয়ে এ সংবাদদাতাকে বলেন, যে স্বপ্ন আর প্রত্যাশায় ‘বায়োস্কোপ ফিল্মস’ মাঠে নেমেছে, তান্ডবের মধ্যদিয়ে তার প্রায় পুরোটাই পূরণ হতে চলছে। ১৯ জুন পর্যন্ত এই সিনেমা হলে ২১টি শো হবে, প্রতিটিরই সবটিকিট বিক্রি হয়ে গেছে। হল মালিকেরাও বেশ গুরুত্ব দিচ্ছেন বাংলা সিনেমা প্রদর্শনে। এ সময় নিউইয়র্ক অঞ্চলে ইমিগ্রেশনে খ্যাতনামা এটর্নী এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী বললেন, কল্পনা আর বাস্তবতার সম্মিলনে তান্ডবের ঘটনা এবং সকল অভিনেতা-অভিনেত্রীর নিজ নিজ চরিত্রের সাথে একাকার হয়ে অভিনয়ের ব্যাপারটি খুব ভালো লেগেছে। বাংলাদেশে আইনের শাসনের সস্তা বুলির আড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অপকর্ম এবং রাজনৈতিক অথবা পদোন্নতির লোভে অসহায় মানুষজনকে আটক, জিজ্ঞাসাবাদ, ক্ষেত্র বিশেষে গুম ও খুনের ব্যাপারগুলো এই ছবির মাধ্যমে দৃশ্যমান হয়েছে-যা প্রতিটি দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। ছবির কাহিনী বাংলাদেশের অনেক অজানা বর্বরতাকে সামনে এনেছে, সমগ্র জনগোষ্ঠিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে সামনের দিনগুলোতেও ভূমিকা রাখবে বলে মনে করছি। সবকিছু মিলিয়ে ‘তান্ডব’ একটি সফল চলচ্চিত্র বলে মনে করছি।

নিউইয়র্কে ‘কিউ গার্ডেন সিনেমা হল’এ তান্ডবের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

আঞ্জুমানআরা এবং খালেদা ইসলাম সমস্বরে বললেন, অভ’তপূর্ব সিনেমা। এমন ছবি নির্মিত হতে থাকলে বাংলাদেশের ন্যায় সুদূর এ প্রবাসেও সিনেমা হলগুলোর দর্শক খরা কেটে যাবে-তা বলা যায় অনায়াসে।

পরাণ, সুরঙ্গ, তুফানের পর তান্ডব প্রবাসেও আলোড়ন সৃষ্টি করেছে-যা বাংলা সিনেমা নিয়ে যে আশংকা করা হচ্ছে-তা দূর করতে অপরিসীম অবদান রাখবে বলে মনে করেন আফিফা আলম এবং মোহাম্মদ আলম দম্পতি । বিদগ্ধ এই দম্পতি বলেন, অনেক দর্শকের সাথে আমরাও এই ছবির গান ‘ভালবাসার আরেক নাম-হায়রে জ্বালা জ্বালা জ্বালা-দেখা যায় না বুঝা যায় না অন্তর পুইড়ে কালা’ গাইতে গাইতে বাড়ি ফিরছি। সে এক অদ্ভ’ত অনুভ’তি-যা ভাষায় প্রকাশ করতে পারছি না।
তান্ডবের পুরো টিমের সাফল্য এটি। বিভিন্ন চরিত্রে অভিনয়কারি জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, নাঈম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সিয়াম আহমেদ, আফরান মিশো, নওশাবা আহমেদ-পুরো টিমকে ধন্যবাদ দিয়েছেন নুরুন্নাহার নিশা এবং আলিম খান দম্পতি। কোন কোন ক্ষেত্রে অসামঞ্জস্য মনে হলেও ‘আয়রন সেল’সহ জনমনে ক্ষোভ সঞ্চারকারি ঘুষ-দুর্নীতি-গুম-খুনের নানা ঘটনার আলোকে ‘মারপিটে পরিপূর্ণ’ ছবি হওয়ায় দর্শকের হৃদয় কাড়তে সক্ষম হয়েছে তান্ডব।

তান্ডব হচ্ছে ‘বায়োস্কোপ ফিল্মস’র ৫০তম সিনেমা-যা আমেরিকা ও কানাডায় প্রদর্শিত হচ্ছে। এই সুবর্ণজয়ন্তির কেক কাটেন বিশিষ্টজনদের পাশে নিয়ে পরিবেশক সংস্থাটির কর্ণধার নওশাবা রুবনা রশীদ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

বাংলাদেশের রাজনীতিক, প্রশাসক, পুলিশসহ বিভিন্ন সেক্টরে বিরাজিত অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনমত গঠন এবং স্বতস্ফুর্তভাবে রুখে দাঁড়াতে ‘তান্ডব’ অনাদিকাল প্রেরণা হয়ে থাকবে বলে অনেকের মন্তব্য। প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই-এসভিএস বাংলাদেশ’ প্রযোজিত রায়হান রাফির গল্পে তান্ডব’র চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে এবং আদনান আদিব খান।

ছবিটির পরিবেশক সংস্থা ‘বায়োস্কোপ ফিল্মস’র কর্ণধার রুবনা বললেন, নিউইয়র্কের জনপ্রিয়তাকে সিড়ি হিসেবে নিয়ে আরো ২০টি স্টেটের সিনেমা হলে চলবে ‘তান্ডব’। এরপর কানাডা এবং ইউরোপের মার্কেটেও নেয়ার চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us