ইরান-ইসরায়েল ’যুদ্ধ’ পরিস্থিতি পোশাকশিল্পে নতুন চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৬ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১২ পূর্বাহ্ণ

ইরান-ইসরায়েল ’যুদ্ধ’ পরিস্থিতি পোশাকশিল্পে নতুন চ্যালেঞ্জ

ফাইল ছবি

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ‘যুদ্ধ’ পরিস্থিতি বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “ইরান-ইসরায়েল ‘যুদ্ধ’ বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ, এ সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দেবে এবং এর সরাসরি প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে।”

সোমবার (১৬ জুন) বিকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

মাহমুদ হাসান খান আরও বলেন, “আমরা এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করছি, যখন আমাদের প্রিয় পোশাকশিল্পটি দেশি-বিদেশি নানান চ্যালেঞ্জে জর্জরিত।”

তিনি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম ভাষণে উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, দুর্বল অবকাঠামো, মজুরি ও জ্বালানি খরচ বৃদ্ধির চাপে আমরা নিষ্পেষিত। এর মধ্যেই ইসরায়েল-ইরান ‘যুদ্ধ’ পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধের ফলে যদি তেলের দাম বেড়ে যায়, তবে এর প্রভাব পোশাক খাতেও পড়বে।”

মাহমুদ হাসান খান বলেন, “এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় আমরা এ কাজগুলো করতে সক্ষম হবো।” সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ১০:১২ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us