নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৬ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:০১ পূর্বাহ্ণ
বক্তব্য দিচ্ছেন জয়নুল আবেদিন ফারুক। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর)’র ঈদ পুনঃমিলনী সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা বলেন নির্বাচন নির্বাচন করে বিএনপির থুথু বের হয়ে যায় তাদেরকেও আমরা চিনি। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার এপিএস সাড়ে ১০ মাসে ৩শ কোটি টাকার মালিক হয়েছে। এমন অপকর্ম-দুর্নীতি আর অপশাসনের অনেক কিছু জানি, তবে এখোন বলবো না। জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, প্রফেসর ড. ইউনূসের প্রতি বিএনপির সমর্থন ছিল এবং সমর্থন এখনো প্রত্যাহার করা হয়নি। বিভিন্ন বিতর্কিত বিষয় হচ্ছে বলেই নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একজন নন্দিত ব্যক্তি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আপনি যেনো নিন্দিত না হোন সেই ব্যবস্থা করেই নির্বাচন দিন।
বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, একসময় শেখ মুজিবের দল করতাম, ছাত্রলীগ করতাম, তখন কেউ অন্যদল করতো না। ১৯৭৩ সালে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলাম কিন্তু আমাকে না দিয়ে বঙ্গবন্ধু শ্রমিক নেতা আব্দুর রহমানের নাম বলেন। সেই থেকেই আওয়ামী লীগ থেকে বের হয়েছি, কখনো আওয়ামী লীগের নাম নেইনি। বিরোধী দলের সাবেক চিফ হুইপ ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে পৃথিবীর ইতিহাসে একজন ‘ঘৃণিত’ ব্যক্তি উল্লেখ করে বলেন, ‘তিনি নিজ হাতে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেন।’
গত শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আক্সা চাইনিজ রেষ্টেরেন্টে এই সমাবেশে বিএনপির বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীণতা চাননি, পাকিস্থানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আওয়ামীলীগ দেশ ও গণতন্ত্রের জন্য মায়াকান্না দেখালেও মূলত তারাই দেশের বারোটা বাজিয়েছে। স্বাধীণতাত্তোর বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে এক দলীয় শাসন কায়েম করেছিলো। সংবাদপত্রের স্বাধীনতা লুন্ঠন করেছে। ৫টা খবরের কাগজ রেখে সব বন্ধ করে দিয়েছেন শেখ মুজিব।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি লেখক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় এ সমাবেশে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কন্ঠশিল্পী বেবী নাজনীন।
প্রধান বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সুরুজ্জামান, বিএনপি নেতা জাফর তালুকদার, এজিএম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, মানিক আহমদ, সোহেব আহমদ, সেবুল খান মাহবুব, বিলাল চৌধুরী, সুলতান আহমদ, মোহাম্মদ আলী রাজা, এডভোকেট আতিকুর রহমান সাবু, শেখ আক্তার হোসেন নানু, সুলতান মাহমুদ সিদ্দিকি, আশরাফ চৌধুরী জামি, জিল্লুর রহমান খান, সাম্মুন আহমদ, মাহবুব চৌধুরী, ব্রঙ্কস (পূর্ব) আহবায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস (পশ্চিম) আহবায়ক আনোয়ারুল আলম ভূইয়া, ব্রঙ্কস (পশ্চিম) সদস্য সচিব দুলাল রহমান, ম্যানহাটান বরো সদস্য সচিব জিয়াউল আহমদ জামিল, মাহবুব চৌধুরী প্রমুখ।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24