মানিকগঞ্জ কল্যাণ সমিতির ফাদার্স ডে পালন

আনিসুর রহমান   প্রিন্ট
সোমবার, ১৬ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ কল্যাণ সমিতির ফাদার্স ডে পালন

কেক কেটে ফাদার্স ডে উদযাপন করেন মাণিকগঞ্জ কল্যাণ সমিতির কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

ফাদার্স ডে উপলক্ষে ১৫ জুন রোববার নিউইয়র্কে মানিকগঞ্জ কল্যান সমিতির সহসাধারণ সম্পাদক মনিরুজ্জান নাইসের উদ্যোগে ব্যতিক্রমর্ধী এক অনুষ্ঠান হয়েছে। এতে অংশগ্রহণকারি সকল বাবা নিজ নিজ সন্তানকে বাঙালি সংস্কৃতি আর পারিবারিক মূল্যবোধে উজ্জীবিত রেখে সুশিক্ষায় শিক্ষিত করার সংকল্প ব্যক্ত করেন।

মাণিকগঞ্জ কল্যাণ সমিতির কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

জ্যামাইকায় অনুষ্ঠিত বাবাদের এ মিলনমেলায় ছিলেন মানিকগঞ্জ কল্যান সমিতির সভাপতি লুৎফর রহমান যুবায়ের, সিনিয়র সহ সভাপতি আব্দুর রউফ রাসেল, সাধারন সম্পাদক সজিব চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য গাজী আলতাফ হোসেন, সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম, প্রধান উপদেষ্টা সাইফুল আলম, উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান, সাংবাদিক আনিসুর রহমান, মনজুর হাসান মিনু, নূরল আমিন মুকুল, মীর হাফিজুর রহমান মনি, নূরজাহান বেগম ঋতু। সমিতির কার্যকরী কমিটির কর্মকর্তাগণের মধ্যে ছিলেন দেওয়ান রউফ, ফারহানা মবিন, কান্তা ইয়াসমিন, সুমন, সোলায়মান, পারভেজ রানা, বারেক ইসলাম, নূপুর, আরিফুর রহমান প্রমুখ। বিভিন্ন ইস্যুতে আলোচনার শেষে ফাদার্স ডে’র কেক কাটা হয়।
ছবির ক্যাপশন-ফাদার্স ডে-মানিকগঞ্জ-১
কেক কেটে ফাদার্স ডে উদযাপন করেন মাণিকগঞ্জ কল্যাণ সমিতির কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
ছবির ক্যাপশন-ফাদার্স ডে-মানিকগঞ্জ-২
মাণিকগঞ্জ কল্যাণ সমিতির কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
======

 

Facebook Comments Box

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us