আরো ৩৬ দেশ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসছে

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:০৫ পূর্বাহ্ণ

আরো ৩৬ দেশ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসছে

বুধবার সন্ধ্যা ৮টা (বাংলাদেশ সময় বৃহস্প্রতিবার সকাল ৬টা)’র মধ্যে নিজেদের নিরাপত্তার ঘাটতি, ইতিমধ্যেই জানিয়ে দেয়া কিছু ইস্যুতে সংশোধন আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা লোকজনকে গ্রহণ করার ব্যাপারে পূর্ণ সম্মতি প্রদানের নিশ্চয়তা, পাসপোর্টগুলো যুগোপযোগী এবং তা ৬০ দিনের মধ্যে এসব অঙ্গিকারের পূর্ণ বাস্তবায়ন ঘটানোর নিশ্চয়তা দিতে না পারলে আরো ৩৬ দেশকে যুক্তরাষ্ট্রের ট্র্যাভেল ব্যান’র আওতায় আনা হবে। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ একটি (১৪ জুনের) স্মারকের চিঠির উদ্ধৃতি দিয়ে ১৭ জুন নিউইয়র্ক টাইমস সংবাদ প্রকাশ করেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ১২ দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে আসার ভিসা নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে আরো ৭ দেশের নাগরিকের ভিসা প্রদানে আংশিক নিষেধাজ্ঞার আদেশ জারি হয়েছে। নতুন যেসব দেশের নাগরিকের বিরুদ্ধে পূর্ণ অথবা আংশিক নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে চিঠি চালাচালি হচ্ছে সেগুলোরও অধিকাংশই আফ্রিকান দেশ। দেশগুলো হচ্ছে : এঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, ভ’টান, বারকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, ক্যাপ ভার্ডে, কঙ্গো, দিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, মিশর, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, আইভরি কোস্ট, কিরগিস্তান, লাইবেরিয়া, মালাওয়ি, মরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুকাস, সাঁও টুমি আন্ড প্রিন্সিপে, সেনেগাল, সাউথ সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, টঙ্গো, টোভালো, উগান্ডা, ভেনুয়াতো, জাম্বিয়া এবং জিস্মাবুয়ে। ইতিমধ্যেই অর্থাৎ এ মাসের ৪ তারিখে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, গিনী, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের জন্যে যুক্তরাষ্ট্রে আগমণকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আর এই আংশিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বুরুন্ডি, কিউবা, লাউস, সিয়েরা লিওন, টগো, তুর্কেমিনিস্তান এবং জেনিভার নাগরিকেরা।

নতুন নিষেধাজ্ঞার আদেশ জারি হতে যাচ্ছে বলে যে তালিকা করা হয়েছে সেসব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রকে প্রশ্রয় এবং সন্ত্রাসবাদ উষ্কে দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এছাড়া ঐসব দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করছে, যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসায় আগতরা ভিসার বিধি লংঘনের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নানা আন্দোলন-সংগ্রামে লিপ্ত রয়েছে, এসব দেশের পাসপোর্ট ভিন্ন দেশের নাগরিকের কাছেও বিক্রি এবং জাল পাসপোর্ট তৈরীর তথ্য রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওয়াশিংটন পোস্টের পর নিউইয়র্ক টাইমসে চাঞ্চল্যকর ‘ট্র্র্যাভেল ব্যান’ সম্পর্কিত সংবাদ প্রকাশের পর গোটা কম্যুনিটিতে উদ্বেগ-উৎকন্ঠা বেড়েছে।

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে : ভিসা ইস্যুও ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়াস চালানো হচ্ছে/সতর্কতা অবলম্বন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তাকে আরো সুসংহত রাখার অভিপ্রায়ে এবং এটা হচ্ছে আমাদের অঙ্গিকারের পরিপূরক।

Facebook Comments Box

Posted ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us