
অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫০ পূর্বাহ্ণ
ইরান-ইসরাইল সংঘাত ঘিরে সামরিক উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। চলমান এ সংঘাত শুরুর পর এই প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে, সে বিষয়ে ‘গভীর উদ্বিগ্ন’ প্রকাশ করে উভয় দেশকে এ সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি সেখানে দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশে বিএসএফের পুশইন নিয়ে মমতার ক্ষোভবাংলাদেশে বিএসএফের পুশইন নিয়ে মমতার ক্ষোভ
শি জিনপিং বলেন, চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে।
তিনি আরও বলেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। আঞ্চলিক উত্তেজনা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থে নয়।
চীন ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হলেও এদিন সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রশমনে কাজ করার আহ্বান জানান শি।
ইসরাইলের সামরিক গোয়েন্দা ও মোসাদ কার্যালয়ে হামলাইসরাইলের সামরিক গোয়েন্দা ও মোসাদ কার্যালয়ে হামলা
ইরান-ইসরাইল সংঘাতে কি জড়াবে পাকিস্তান? ইরান-ইসরাইল সংঘাতে কি জড়াবে পাকিস্তান?
তিনি বলেন, চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বেইজিং ইরান ও ইসরাইলে বসবাসকারী চীনা নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করেছে।
মঙ্গলবার (১৭ জুন) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীনের কিছু নাগরিককে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সৌজন্যে: একাত্তরটিভি
Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24