৭২ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন

ক্ষেত-খামার-হোটেল-রেস্টুরেন্টেও গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫২ পূর্বাহ্ণ

ক্ষেত-খামার-হোটেল-রেস্টুরেন্টেও গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে

ক্ষেত-খামার, রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী গ্রেফতার করার কার্যক্রম থেকে বিরত থাকার জন্যে ট্রাম্প প্রশাসন যে নির্দেশ জারি করেছিল তা বাতিল করা হলো সোমবার অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যেই সেটি আর কার্যকর না থাকার ঘোষণা এসেছে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় সোমবার সারাদেশে আইসের ৩০টি ফিল্ড অফিসকে জানিয়েছে যে, অবৈধ অভিবাসীদের গ্রেফতারের পরই নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ার অঙ্গিকারের পরিপূরক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে যে কোন স্থানে আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এ্যানফোর্সমেন্ট) অভিযান চালাবে। এর আগে গত বৃহস্প্রতিবার সন্ধ্যায় হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় বিতরণকৃত এক ই-মেল সার্কুলারে কৃষি সেক্টর, হোটেল এবং রেস্টুরেন্টে অবৈধ অভিবাসী গ্রেফতারের অভিযান স্থগিত রাখতে বলেছিল।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ত্রিসিয়া ম্যাকলোলিন সোমবার গণমাধ্যমে বলেছেন, গুরুতর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয় এমন কোন সেক্টরকেই ছাড় দেয়ার অবকাশ থাকতে পারে না। জননিরাপত্তা সুসংহত করার মধ্যদিয়ে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের অবসান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে আইস তার অভিযান অব্যাহত রাখবে। সেটি ক্ষেত-খামার, হোটেল-রেস্টুরেন্ট, পেশাক তৈরীর কারখানা, মাংস প্রক্রিয়াকরণ এলাকা-সহ সকল শিল্প-কল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানেই চলতে থাকবে। উল্লেখ্য, দৈনিক কমপক্ষে ৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতারের টার্গেট দেয়া হয়েছে আইসকে। সে অনুযায়ী সবকিছু করার চেষ্টা চলছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন। এর আগের দিন অর্থাৎ রোববার নিজের ট্রুথ সোস্যাল একাউন্টে এক পোস্টে আইসের উদ্দেশ্যে লিখেছেন যে, অবৈধ অভিবাসী গ্রেফতারে সর্বকালের রেকর্ড ভঙ্গ হয়ে ইতিহাসে অনন্য এক অবস্থানে স্থান করে নিতে পারে এমন পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে কোন ছাড় দেয়া চলবে না। বিশেষ করে ডেমক্র্যাট পার্টি শাসিত সিটিসমূহে আরো বেগবান করতে হবে গ্রেফতারের অভিযান।

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us