বাংলাদেশে আরো ২৪৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে আরো ২৪৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

বাংলাদেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৪ জন রোগী। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে স্বস্তির বিষয়, এদিন ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগের দিন সোমবারও ডেঙ্গুতে কেউ মারা যাননি, যদিও আক্রান্ত হয়েছিলেন ২৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১৭ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭ জনের, আর এই সময়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২১ জন। বছরজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬৬ জনে, যার মধ্যে ৫৯.২ শতাংশ পুরুষ এবং ৪০.৮ শতাংশ নারী।

বিভাগভিত্তিক আক্রান্তের চিত্র:
বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩৮ জন

চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৯ জন

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৬ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৪ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৩২ জন

ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১ জন

রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৪ জন

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর মোট ৫ হাজার ৬৯৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পেছনে ফেরা:
২০২৪ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার এবং মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us