ইরান কখনো আত্মসমর্পণ করবে না: খামেনি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৮ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ণ

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: খামেনি

ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আবারো কঠোর অবস্থান জানিয়ে বলেছেন, ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ার করে তিনি বলেন, শত্রুরা ভুলের মাশুল দেবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

বুধবার (১৮ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা খবরে জানায়, চলমান ইরান-ইসরাইল সংঘাতের ষষ্ঠ দিনে এ বক্তব্য আসলো, যখন যুদ্ধ ক্রমেই মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হচ্ছে।

‘ধমকে ইরান নত হয় না’
খামেনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন,
‘যারা ইরানের ইতিহাস জানে, তারা জানে এই জাতির সঙ্গে ধমকের সুরে কথা বলা চলে না। ইরানিরা আত্মসম্মান ও প্রতিরোধে বিশ্বাসী।’

যুক্তরাষ্ট্রকে ‘অপূরণীয় ক্ষতির’ হুঁশিয়ারি
ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন,
‘আমেরিকানরা জেনে রাখুক—যদি তারা কোনো সামরিক হস্তক্ষেপ করে, এর ফল হবে অপূরণীয়। তারা আগুন নিয়ে খেলছে।’

এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একাধিক পোস্টে ইরানকে ‘শর্তহীন আত্মসমর্পণ’ করার বার্তা দেন এবং খামেনিকে ‘তথাকথিত সর্বোচ্চ নেতা’ বলে ব্যঙ্গ করেন। এমনকি তিনি বলেন,
‘ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’
তবে ‘আমাদের’ বলতে তিনি কাকে বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি।

আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ
খামেনির এই প্রতিক্রিয়ার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরাইল সংঘাত এখন একাধিক মোর্চায় ছড়িয়ে পড়ছে, যেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার শঙ্কাও তৈরি হয়েছে।

ইরান ইতিমধ্যেই দাবি করেছে, তারা ইসরাইলের একটি হার্মেস ড্রোন ভূপাতিত করেছে এবং দেশটির অভ্যন্তরে ‘শত্রুপক্ষের’ ড্রোন কারখানা শনাক্ত করেছে।

খামেনির বার্তা: ‘পরাজয় নয়, প্রতিরোধ’
ভাষণের শেষাংশে খামেনি বলেন,
‘আমাদের শত্রুরা জানুক—ইরান কখনো পরাজয় মেনে নেবে না। আমরা শান্তি চাই, কিন্তু তা হতে হবে সম্মানজনক। চাপিয়ে দেয়া শান্তি বা যুদ্ধ আমরা গ্রহণ করবো না।’

Facebook Comments Box

Posted ১০:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us