ফারজানা-যুইয়ির বিবাহোত্তর প্রীতি-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৮ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৯ পূর্বাহ্ণ

ফারজানা-যুইয়ির বিবাহোত্তর প্রীতি-সমাবেশ

ফারজানা হক এবং যুইয়ি চেন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ফারজানা-যুইয়ির বিবাহোত্তর প্রীতিভোজে কম্যুনিটির বিশিষ্টজনদের মিলনমেলা ঘটেছিল ১৫ জুন রোববার নিউইয়র্ক সিটির কুইন্সে ফাইভ স্টার ব্যাঙ্কুয়েটস হলের আলো ঝলমল মিলনায়তনে। বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি ৪ শতাধিক প্রবাসীকে স্বাদর অভ্যর্থনা জানান কণে ফারজানা হকের বাবা ব্রুকলীনে বসবাসরত বিশিষ্ট সমাজ-সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং মা ডা. সায়েরা হক। এ সময় বরের পিতা ফ্র্যাঙ্ক চেন এবং মা ওয়েন্টি ইয়াং-কেও সরব দেখা যায় সকলকে অভ্যর্থনা পর্বে।

ফারজানা হক এবং যুইয়ি চেনের সাথে মা-বাবা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এক পর্যায়ে বর-কণের স্বজনেরা মনোমুগ্ধকর সঙ্গীতের মূর্চ্ছনায় অতিথিগণের সাথে পরিচিত হবার পর মূলমঞ্চে উপবেশন করেন ফারজানা হক এবং যুইয়ি চেন (যায়ান হক)। তাদেরকে বিপুল করতালিতে অভিনন্দিত করেন উপস্থিত সকলে। প্রাণ খোলে দোয়া-আশির্বাদও করেছেন এই দম্পতির সুন্দর ভবিষ্যত কামনায়।

ফারজানা হক এবং যুইয়ি চেনের বিবাহোত্তর সম্বর্ধনা-সমাবেশে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বিভিন্ন আইটেমের অ্যাপেটাইজারের পর রুচি সম্মত আইটেমের ডিনার পরিবেশিত হয় সকলের মধ্যে। এ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক চেয়ার শাহজাহান শেখ, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আবুল হাশেম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী মো. আব্দুল কাদের মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর ভাইস প্রেসিডেন্ট মো. জাফরউল্লাহ।

ফারজানা হক এবং যুইয়ি চেনের সাথে স্বজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

আরো উপস্থিতি ছিলেন বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ এবং ম্যানেজিং ডিরেক্টর নুরুন্নাহার নিশা খান, বৃহত্তর ময়মনসিংহবাসীর সভাপতি মাওলানা এম এ বারি বাদল, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসেফ বারি টুটুল, মিসেস টুটুল, কিশোরগঞ্জ সমিতির প্রধান উপদেষ্টা ও রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী ওসমান গণি প্রমুখ।

অতিথিগণের অভিবাদনের জবাবে ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং ডা. সায়েরা হক। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ অনুষ্ঠানে কিশোরগঞ্জের সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং ডা. সায়েরা হক দম্পতির স্পন্সরে যুক্তরাষ্ট্রে আসা আত্মীয়-স্বজনের মধ্যে শতাধিকের উপস্থিতি গোটা অনুষ্ঠানে ভিন্ন এক আমেজ তৈরী করেছিল।

Facebook Comments Box

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us