‘বাংলাদেশে ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৮ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৪ পূর্বাহ্ণ

‘বাংলাদেশে ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা’

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে মোট রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা। এনবিআর-এর সাময়িক হিসাব অনুযায়ী, এই রাজস্ব আদায় এসেছে মূলত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও শুল্ক—এই তিন প্রধান খাত থেকে।

চলতি অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, যেখানে প্রাথমিক লক্ষ্য ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি। এই লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে শুধুমাত্র জুন মাসেই আদায় করতে হবে ১ লাখ ৪২ হাজার কোটি টাকার রাজস্ব।

এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত এই রাজস্ব আদায়ের তথ্য সাময়িক, কারণ ভ্যাট রিটার্ন জমা শেষে এই পরিমাণ আরও বাড়তে পারে।

রাজস্ব সংগ্রহ ত্বরান্বিত করতে এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তুতির স্বার্থে, এনবিআরের আওতাধীন সব কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিস খোলা থাকবে আগামী ২১ জুন ও ২৮ জুন—যা সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও কার্যক্রম চালু থাকবে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us