ব্যালট প্রকল্পে বাংলাদেশকে দুই মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৮ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ণ

ব্যালট প্রকল্পে বাংলাদেশকে দুই মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন্স (ব্যালট) প্রকল্পে দুই মিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার (১৮ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এসময় অস্ট্রেলিয়া তাদের মুদ্রায় দুই মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন।

চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইসির আহবানে তারা এই সহযোগিতার হাত বাড়াচ্ছে। ব্যালট প্রকল্পে মোট ১৮.৫৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে ইউএনডিপি। প্রকল্পটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান ইসি সচিব।

এদিকে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অস্ট্রেলিয়া পাশে থাকতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার সুসান রাইলি। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us