
লসএঞ্জেলেস প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ১৮ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১১:০৫ পূর্বাহ্ণ
প্রতিবাদ-বিক্ষোভ সহিংসতায় রুপ নেয়। ছবি-সংগ্রহ।
অভিবাসন-বিরোধী আন্দোলন দমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক লসএঞ্জেলেস সিটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে সৃষ্ট সহিংসতার পরিপ্রেক্ষিতে লসএঞ্জেলেস সিটিতে ১০ জুন জারিকৃত কার্ফিউ ১৭ জুন প্রত্যাহার করা হয়েছে। লসএঞ্জেলেস সিটি মেয়র ক্যারণ বেস কাফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায়।
উল্লেখ্য, লসএঞ্জেলেস সিটিতে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ার স্টেট গভর্ণরের সাথে আলোচনা ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে জনতার আন্দোলন আরো তীব্র হয় এবং স্টেট গভর্ণর প্রকাশ্যে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। এভাবেই আন্দোলন সহিংসতায় রূপ নিলে সিটি মেয়র রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্ফিউ জারি করেছিলেন। ১৭ জুন সকালের মধ্যে আন্দোলন স্থিমিত হওয়ায় সিটি মেয়র কাফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছেন। এরপরই সিটির ব্যবসায়ীরা স্বস্তিতে ফিরেছেন। কারণ, তুমুল আন্দোলনের সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। টহল পুলিশের গাড়িসহ বেশ কটি ড্রাইভারহীন ট্যাক্সিতে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতির অবনতি ঘটায় প্রেসিডেন্ট ট্রাম্প লসএঞ্জেলেস সিটিতে ইউএস আর্মি মোতায়েনের নির্দেশও জারি করেছিলেন। স্টেট গভর্ণর গ্যাভিন নিউসোম ট্রাম্পের এহেন নির্দেশকে বেআইনী ঘোষণার দাবিতে আদালতে গেছেন। মাননীয় আদালতও ট্রাম্পের সিদ্ধান্ত পাল্টে দেননি এখোন পর্যন্ত। মামলাটি নিস্পত্তির অপেক্ষায় রয়েছে ইউএস সার্কিট কোর্টে।
উল্লেখ্য, লসএঞ্জেলেস সিটি মেয়র এবং স্টেট গভর্ণর উভয়েই ডেমক্র্যাট। এ অবস্থায় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই তাদের ওপর ক্ষুব্ধ। যা দৃশ্যমান হয় প্রচলিত রীতি অনুযায়ী স্টেট গভর্ণরের আহবান ছাড়াই প্রেসিডেন্টের ন্যাশনাল গার্ড এবং সেনা বাহিনী মোতায়েনের নির্দেশের পর।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24