ট্রাম্পের ম্যাজিক নম্বর ‘দুই সপ্তাহ’

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ২০ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১২:১৫ অপরাহ্ণ

ট্রাম্পের ম্যাজিক নম্বর ‘দুই সপ্তাহ’

‘দুই সপ্তাহের মধ্যে’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন ইরানে সামরিক অভিযান চালানোর ব্যাপারে। বৃহস্প্রতিবার অপরাহ্নে হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংকালে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে প্রেস সেক্রেটারি ক্যারলিন ল্যাভিট এ তথ্য উপস্থাপনের সময় সংবাদকর্মীরা মুখ চাওয়া-চাওয়ি করেন। কারণ, এর আগেও নানা প্রসঙ্গে হোয়াইট হাউজের পদক্ষেপ গ্রহণের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প ‘দুই সপ্তাহের মধ্যে’ শব্দটি উচ্চারণ করেছেন। আট সপ্তাহ আগে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে তিনি আদৌ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা রাখেন কিনা। ট্রাম্পের জবাব ছিল ‘এটা আমি তোমাকে জানাবো দু’সপ্তাহের মধ্যে।’

ট্যাক্স-পরিকল্পনা, স্বাস্থ-সেবা নীতি, ষড়যন্ত্রের ধারাক্রম সত্যি সত্যি ছিল কিনা, আইসিসের বিরুদ্ধে যুদ্ধ, কিছু কয়লা-খনির উদ্বোধন, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা ঘোষণা কখোন করা হবে তা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প জবাব দিয়েছেন ‘দুই সপ্তাহের মধ্যে’। আর এভাবেই ‘ট্রাম্পের দুই সপ্তাহ’র ব্যাপারটি শুধুই কথার কথা হিসেবে অনেকের মনে হচ্ছে। প্রকৃত অর্থে এটি কোন পদক্ষেপ গ্রহণের টাইম-লাইন নয়। ট্রাম্পের এই ‘দুই সপ্তাহ’ হয়তো কোনকিছু, আবার হয়তো কিছুই না। অর্থাৎ এটি হয় ‘হ্যাঁ’ অথবা ‘না’-উভয়টিই সমানভাবে বোঝানো হতে পারে। আবার এমনটিই হতে পারে যে, সময়ক্ষেপনের প্রক্রিয়ায় উদ্ভ’ত পরিস্থিতির তীব্রতা হ্রাস করার একটি বাহানা। আসলে এটি কার্যকর পদক্ষেপের জন্যে কোন সময়সীমা নয়। এটা কেবলই ‘পরবর্তী’, ‘বিলম্ব’ অর্থাৎ কিছুই না করার মনোভাব।

পুরনো স্টাইলে দুই সপ্তাহের মধ্যে ইরানে বোমা হামলার সিদ্ধান্ত জানানোর কথা উচ্চারিত হবার পর সিএনএন, নিউইয়র্ক টাইমস-সহ শীর্ষস্থানীয় মার্কিন মিডিয়ার পক্ষ থেকে প্রশ্নের অবতারণা করা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র কী সত্যি সত্যি ইরানে বোমা হামলা চালাচ্ছে?’ ‘আমরা জানি না। আমরা কী দুই সপ্তাহের মধ্যে প্রকৃত অর্থেই এর জবাব পাবো? তা এখনো জানি না।

ব্রিফিংকালে এই সময় সীমার গুরুত্ব কতটুকু তা জানার চেষ্টা করেছেন একজন সাংবাদিক। ঐ সাংবাদিক জানতে চান ‘রাশিয়ার একটি প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আগে বেশ ক’বারই দু’সপ্তাহের মধ্যে’ উচ্চারণ করেছিলেন। আমরা ভেবেছিলাম দুই সপ্তাহের মধ্যে ট্রাম্পের সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবো। সেই সময় সীমা ফুরিয়ে গেছে কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আরেকজন সংবাদদাতা একই প্রসঙ্গের অবতারণা করলে প্রেসিডেন্ট একইভাবে বলেছেন দুই সপ্তাহের মধ্যে জানা যাবে। এ অবস্থায় এক্ষণে আমরা কীভাবে নিশ্চিত হবো যে ইরানে হামলার ব্যাপারে দুই সপ্তাহের মধ্যেই কিছু একটা জানা যাবে।

কিন্তু প্রেস সেক্রেটারি তা আমলে নেননি। তবে প্রশ্নকর্তাকে জানিয়ে দিয়েছেন যে, একটির সাথে আরেকটির তুলনা করা সমীচিন নয়।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us