নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২২ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫১ পূর্বাহ্ণ
নির্মাতা শামীম আল আমিন ‘হোপ নেভার ডাইস’র পোস্টার উপহার দিচ্ছেন কিংবদন্তি সংবাদপাঠিকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমাদকে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ঐড়ঢ়ব ঘবাবৎ উরবং” (হোপ নেভার ডাইস)-এর উদ্বোধনী প্রদর্শনী। শুক্রবার ২০ জুন সন্ধ্যার এই আয়োজনটি যেন পরিণত হয় জীবন জয় এবং মানবতার বিজয়গাথা উদযাপনের এক অনন্য উৎসবে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মানুষের জীবনযাত্রায় যেভাবে বিপর্যয় ডেকে আনে, সেই দুর্বিষহ দিনগুলোর কথা এবং তার বিপরীতে মানুষের অসীম ধৈর্য, সাহস, সংগ্রাম ও আশাবাদের কাহিনি উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। নিউইয়র্কের লেখক, সাংবাদিক ও নির্মাতা শামীম আল আমিনের গবেষণা, পরিকল্পনা, ও পরিচালনায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। ৪২ মিনিট দীর্ঘ প্রামাণ্যচিত্রটি নিউইয়র্ককেন্দ্রিক কোভিড-১৯ সময়কালীন মানুষের অভিজ্ঞতা ও লড়াই তুলে ধরেছে এক অনন্য উপস্থাপনায়।
প্রদর্শনী শুরু হয় নতুন প্রজন্মের শিল্পী আলভান চৌধুরীর কণ্ঠে অনুপ্রেরণামূলক গান ‘উই শেল ওভারকাম’ (ডব ঝযধষষ ঙাবৎপড়সব) দিয়ে। এরপর নির্মাতা শামীম আল আমিন তাঁর বক্তব্যে প্রামাণ্যচিত্র নির্মাণের পেছনের প্রেরণা ও অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কানাডা থেকে আগত কিংবদন্তি সংবাদপাঠিকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমাদ মাসুদ। শুভেচ্ছা বক্তব্য দেন এই প্রামাণ্যচিত্রের অন্যতম পৃষ্ঠপোষক, নিউইয়র্কের আইটি প্রতিষ্ঠান ‘মেটা ইনফো টেক’ (এমআইটি)-এর প্রতিষ্ঠাতা ও সিইও মাহবুব সিদ্দিকী।

‘হোপ নেভার ডাইস’র উদ্বোধনী প্রদর্শনীতে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আগে আনুষ্ঠানিকভাবে এর পোস্টারের মোড়ক উন্মোচন করা হয়। পুরো মিলনায়তন সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ভরে ওঠে। সবাই এক নিঃশ্বাসে দেখেন প্রামাণ্যচিত্রটি, যেখানে তাঁদের অনেকেরই ব্যক্তিগত স্মৃতি, অভিজ্ঞতা এবং বাস্তবতা যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে।
প্রদর্শনী শেষে বিশিষ্টজনেরা তাদের অনুভূতি প্রকাশ করেন। বক্তব্য দেন সব্যসাচী শিল্পী তাজুল ইমাম, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি, বাংলাদেশ অস্কার কমিটির সদস্য ও বিশিষ্ট নাট্য অনুবাদক প্রফেসর আব্দুস সেলিম, খ্যাতিমান নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, বিশিষ্ট থিয়েটার গবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. বাবুল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা।
এছাড়া সংস্কৃতিজন গোপন সাহার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, নাট্যজন মিল্টন আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মিয়া জাকির, নাসির আলী খান পল, রুবাইয়া রহমান, গ্রি ম্যাকানিক্যাল ইয়ংকার্সের প্রেসিডেন্ট এ্যান্ড সিইও তোফায়েল চৌধুরী লিটনসহ অনেকে। ছিল প্রশ্নোত্তর পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের “আনন্দলোকে, মঙ্গলালোকে” গানটি দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। একরাশ মুগ্ধতা, বিষন্ন স্মৃতি আর বেঁচে থাকার প্রেরণা নিয়ে মানুষ ফিরে যায় যার যার ঘরে।
উদ্বোধনী ও সমাপনী আবৃত্তি করেছেন বাংলাদেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়। ধারাবর্ণনায় ছিলেন শামস উজ জোহা। টাইপোগ্রাফি ও পোস্টার ডিজাইনে ছিলেন মামুন হোসাইন। রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন স্বপ্নীল সজীব এবং সংগীতায়োজনে ছিলেন অভিজিৎ চক্রবর্তী জিতু। এই প্রামাণ্যচিত্রের দৃশ্যধারণ করেছেন শফিকুল ইসলাম সাবু, শামীম আল আমিন ও শেখ তানভীর আহমেদ। গ্রাফিক্স, সম্পাদনা ও সংগীতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন জাহাঙ্গীর আলম। সিনে হাউজ মিডিয়া ছিল কারিগরি সহায়তায়।
ছবির ক্যাপশন-নেভার হোপ ডাইস-১
নির্মাতা শামীম আল আমিন ‘হোপ নেভার ডাইস’র পোস্টার উপহার দিচ্ছেন কিংবদন্তি সংবাদপাঠিকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমাদকে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-নেভার হোপ ডাইস-২
‘হোপ নেভার ডাইস’র উদ্বোধনী প্রদর্শনীতে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
============
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24