নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫৬ পূর্বাহ্ণ
ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান।
ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান সরে পড়লেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের জেনারেল সেক্রেটারির পদ থেকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই অব্যাহতি নেয়ার কথা জানালেন ২৩ জুন।
বলেছেন, জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলাম ক’বছর আগে থেকে। এ সময় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকাবস্থায় হয়তো আমাদের যতটুকু কাজ করার কথা ছিল সামাজিক ও মানবতার কল্যাণে, ততটুকু হয়তো করতে পারিনি-সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। অব্যাহতি গ্রহণের লগ্নে আমি সংস্থাটির প্রেসিডেন্টকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রেসিডেন্ট শাহ শহিদুল হকের সম্মতিক্রমে আজ থেকে আমার ব্যক্তিগত কাজ ও নতুন বিজনেস স্মার্ট প্রিন্টিং ওপেনিংয়ের জন্য জেনারেল সেক্রেটারির পদ থেকে অব্যাহতি নিলাম।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24