শেখ হাসিনার পক্ষ থেকে সরে দাঁড়ালেন আইনজীবী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৩ পূর্বাহ্ণ

শেখ হাসিনার পক্ষ থেকে সরে দাঁড়ালেন আইনজীবী

ফাইল ছবি

আদালত অবমাননার মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি (টিটু)। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় তিনি এই সিদ্ধান্ত নেন এবং ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে।

কী ঘটনা?
শুনানির শুরুতে ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর উপস্থিতি জানতে চাইলে আমিনুল গনি দাঁড়ান। তবে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞাসা করে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা সম্পর্কে তার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কি নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারবেন কিনা।

আমিনুল গনি দাবি করেন, তিনি আইনজীবী হিসেবে সৎ এবং মামলার প্রস্তুতি নিয়েই আদালতে এসেছেন। তবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে উল্লেখ করা হয়, তার সামাজিক মাধ্যমের মন্তব্য নৈতিকতা ও ন্যায়বিচারের প্রশ্ন তৈরি করেছে। এরপর তিনি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করে।

নতুন আইনজীবী নিয়োগ
আমিনুল গনির স্থলে মো. আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী বিতর্ক
গত কয়েকদিন ধরে আমিনুল গনির ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়, যেখানে তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বলে অভিযোগ ওঠে। এ কারণে তার নিযুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বলেন, আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের ক্ষেত্রে স্বাধীনতা ও নৈতিক মানদণ্ড গুরুত্বপূর্ণ।

আজকের শুনানির পর এই মামলায় নতুন আইনজীবী দিয়ে কার্যক্রম চলবে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us