মির্জা ফখরুল

‘চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমঝোতা দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৭ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২৭ পূর্বাহ্ণ

‘চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমঝোতা দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে’

দেশে ফেরার বিমানে উঠার আগে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেখানে মির্জা ফখরুল বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চার দিনের চীন সফর শেষে আজ শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে বিএনপির প্রতিনিধি দলের। সেখানে ফেরার পর তাদের স্বাগত জানাবেন ঢাকাস্থ চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

শায়রুল বলেন, দেশে ফেরার আগে আজ শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন।

তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করে তুলে ধরেন বিএনপির প্রতিনিধি দলের সামনে।

শায়রুল কবির আরও জানান, সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

Facebook Comments Box

Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us