
অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ২৮ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:২৪ পূর্বাহ্ণ
সংস্কার, ন্যায়বিচার ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে ১৬ দফা দাবি পেশ করেছে।
শনিবার (২৮ জুন) এই সমাবেশকে ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিত অংশ’ ও ‘স্বৈরতন্ত্র রোধের মাইলফলক’ হিসেবে উল্লেখ করা হয়।
প্রধান দাবিসমূহ:
সংবিধানে আল্লাহর উপর আস্থা রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে পুনঃস্থাপন
পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন
ভারতের সাথে সব চুক্তি প্রকাশ ও দেশবিরোধী চুক্তি বাতিল
তত্ত্বাবধায়ক সরকারে স্থানীয় ও জাতীয় নির্বাচন
দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা
পাচারকৃত অর্থ ফেরত ও দুর্নীতি দমন
ইসলাম ও স্বাধীনতা-বিরোধী কার্যক্রমে দ্রুত আইনি ব্যবস্থা
সমাবেশের মূল বার্তা:
ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘোষণাপত্রে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ ও সুশাসন প্রতিষ্ঠায় এই সংস্কার অপরিহার্য।” নেতারা দাবি করেন, বর্তমান ব্যবস্থায় ‘ফ্যাসিবাদী প্রভাব’ নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করছে।
সমালোচনা ও প্রস্তাব:
প্রশাসন থেকে দলীয় প্রভাব অপসারণ
মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক হয়রানি বন্ধ
জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে শোষণমুক্ত রাষ্ট্র গঠন
পরবর্তী পদক্ষেপ:
আন্দোলন নেতারা এই দাবিগুলো বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24