
অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ২৮ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:১২ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
প্রথমবারের মতো জনপ্রিয় পরিচালক স্টিভেন স্পিলবার্গ প্রকাশ্যে জানালেন যে, তিনি সিনেমা তৈরির সৃজনশীল ক্ষেত্র বা ক্যামেরার সামনে এআই প্রযুক্তির ব্যবহার কোনোভাবেই সমর্থন করেন না।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি নিজের সিদ্ধান্তে কাজ করতে চান, যেখানে এআইয়ের কোনো হস্তক্ষেপ থাকবে না। কারণ তিনি এআইকে ‘নন-হিউম্যান কলাবরেটর’ হিসেবেও প্রত্যাখ্যান করেন।
ইউনিভার্সাল স্টুডিওতে তার নামে থিয়েটার উদ্বোধনের এক অনুষ্ঠানে বলেন, ‘আমি চাই না আমার সিনেমায় এমন কোন চরিত্র থাকুক যাতে এআই এর ব্যবহার হয়েছে কিংবা যেখানে কোনো মানুষের অভিজ্ঞতা নেই। তিনি আরো বলেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষই হোক সিদ্ধান্তদাতা, কোনো এআই নয়।
তবে অনেকের কাছেই বিস্ময়করমনে হতে পারে, কারণ স্পিলবার্গ নিজেই ২০০১ সালে “এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স” ছবিটি পরিচালনা করেছিলেন, যেখানে ভবিষ্যতের সমাজ ও রবোটিক ভালোবাসার গল্প বলা হয়েছিল।
তিনি স্পষ্ট করেন, সেসময় এআই ছিল এক ধরণের ভবিষ্যদর্শন কল্পনা যা আজকের মতো বাস্তব ও প্রভাবশালী হয়ে উঠেনি। তবে সর্বক্ষেত্রেই এখন এআই ঢুকে পড়ায় তিনি সতর্ক হয়েছেন।
স্পিলবার্গ এই মুহূর্তে হলিউডে অন্যতম কণ্ঠস্বর যিনি শিল্পের আত্মাকে রক্ষা করতে চান। তার মতে, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মানুষের অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব কখনোই কমে যাওয়া উচিত নয়।
Posted ১০:১২ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24