নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ৩০ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৪৩ পূর্বাহ্ণ
বৈশাখী মেলার উচ্ছ্বল প্রবাসীরা প্রতিক হাসানের গানে গানে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আমেরিকায় বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখতে ব্যতিক্রমধর্মী এক উৎসবের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। ২৮ জুন শনিবার ফিলাডেলফিয়ার আপার ডারবি পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বৈশাখী মেলা, যেখানে হাজারো প্রবাসী তরুণ-তরুণী, শিশু ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

বৈশাখী মেলা প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মো. কাদের মিয়া। পাশে সিনেটর টিম কিয়ারনি এবং অতিথিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ পার্কে মেলার আয়োজন ছিল বর্ণাঢ্য ও প্রাণবন্ত। পেনসিলভেনিয়ার বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। সেখানে গড়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।

বৈশাখী মেলায় সমাজকর্মের জন্যে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মো. কাদের মিয়াকে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মেলার প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল কাদের মিয়া বলেন, “প্রথম প্রজন্মের বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। পারস্পরিক সহযোগিতা বাড়ালে আমেরিকান স্বপ্ন অর্জন করা আরও সহজ হবে।” তিনি প্রবাসে বেড়ে উঠা সন্তানদের আরও বেশি করে বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর জোর দেন।

বৈশাখী মেলায় সমাজকর্মের জন্যে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মো. ফজলুল হককে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব বলেন, “প্রবাসীরা মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি এতটাই ভালোবাসা রাখেন যে অসহনীয় গরম উপেক্ষা করেও পরিবারসহ মেলায় এসেছেন।” তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও সিনেটরদের উপস্থিতিকে এই আয়োজনের স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।

বৈশাখী মেলায় সমাজকর্মের জন্যে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মো. জাফরউল্লাহকে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
অনুষ্ঠানে পেনসিলভেনিয়া স্টেট সিনেটর টিম কিয়ারনি বলেন, “বাংলাদেশি আমেরিকানরা শুধু আপার ডারবি নয়, গোটা আমেরিকার জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন।” তিনি জানান, বাঙালিদের কর্মকাণ্ড দেখে তিনি এতটাই মুগ্ধ যে এখন বাঙালি খাবারেও অভ্যস্ত হয়ে গেছেন।

বৈশাখী মেলার স্টল। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলওম্যান অ্যাট লার্জ ড. নীনা আহমেদ এবং আপার ডারবি সিটির মেয়র এডোয়ার্ড ব্রাউন প্রবাসীদের আসন্ন নির্বাচনে সংগঠিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচনে সক্রিয় হলে বাঙালিদের স্বার্থ সুরক্ষিত হবে।

বৈশাখী মেলার স্টল। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মেলায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. ফজলুল হক, মো. জাফরউল্লাহ, আলিম খান আকাশ, কাজী সাখাওয়াত হোসেন, আজিমউদ্দিন, নূর কবীর রনি, ফারুক আহমেদ, তানভির মাহতাব ও জলি দাসসহ আরো অনেকে।

বৈশাখী মেলায় কন্ঠশিল্পী আর সুন্দরীদের পাশে নিয়ে গান গাইছেন চিত্রনায়িকা মওসুমী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সমাজের জন্য নিরলসভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ মো. কাদের মিয়া, ইঞ্জিনিয়ার ফজলুল হক এবং হাজী জাফরউল্লাহকে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত জনতা এই সম্মাননাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

বৈশাখী মেলায় কর্মকর্তাগণের সাথে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মেলায় খাবার, পোশাক, গহনা, খেলনা ও হস্তশিল্প নিয়ে অর্ধশতাধিক স্টল বসে। ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়ে বিক্রেতারাও সন্তোষ প্রকাশ করেন। স্টলগুলোতে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা ছিল চোখে পড়ার মতো।

বৈশাখী মেলায় কর্মকর্তাগণের সাথে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
তীব্র গরমে ক্লান্ত দর্শনার্থীদের জন্য ডাবের পানি, আখের রস ও আম ভর্তার স্টল ছিল অন্যতম আকর্ষণ। স্বল্পমূল্যে এসব পানীয় পাওয়া যাওয়ায় দর্শনার্থীরা স্বস্তি পান এবং স্টলগুলোর প্রশংসাও করেন।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে ক্রেস্ট প্রদান করা হয় নবী কমান্ডার ফাউন্ডেশনের প্রধান নূর করিম রনিকে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিকেলের দিকে মেলা পরিণত হয় এক উৎসবমুখর সঙ্গীতের আসরে। জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান ও প্রিতম হাসানের পরিবেশনায় নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠে দর্শনার্থীরা। মঞ্চে পারফর্ম করেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী এবং কণ্ঠশিল্পী জলিদাস ও সালমান খানও।
গানের মূর্ছনায় বিমুগ্ধ হয়ে প্রবাসীরা ফিরে যান নিজ নিজ গৃহে, হৃদয়ে নিয়ে যান মাতৃভূমির স্মৃতিমাখা একদিনের আনন্দ। বাংলা ভাষা ও সংস্কৃতিকে লালন করার এই প্রয়াসে গড়ে ওঠে এক আশাব্যঞ্জক প্রজন্ম, যারা প্রবাসে থেকেও আপন শিকড়কে ভুলে যায়নি।
Posted ৯:২১ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24