মুরাদনগরে নারী নিপীড়নের ভিডিও ছড়ানো মামলায় ৪ আসামির রিমান্ড

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৫১ পূর্বাহ্ণ

মুরাদনগরে নারী নিপীড়নের ভিডিও ছড়ানো মামলায় ৪ আসামির রিমান্ড

ছবি সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক নারীর নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার বিবরণ
বৃহস্পতিবার কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

মুরাদনগর থানার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

আসামিরা হলেন:

মুরাদনগরের বাহেরচর গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।

ঘটনার পটভূমি
২৬ জুন রাতে এক নারীকে ধর্ষণ ও মারধর করা হয়।

অভিযোগ, আসামিরা নিপীড়নের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে ভুক্তভোগী নারী।

ধর্ষণের মামলায় আরেক আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের বক্তব্য
কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান বলেন,

“আসামিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।”

“ভিডিও ছড়ানো ও ধর্ষণ মামলায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রতিক্রিয়া
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা ন্যায়বিচার দাবি করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৭:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us