
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : ১১:২৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম সমিতির বনভোজন ৬ জুলাই রোববার লং আইল্যান্ডের ওয়েস্ট বেবিলন সিটিতে বেলমন্ট লেইক স্টেট পার্কে। বনভোজনে অংশগ্রহণকারিদের জন্যে নির্দ্ধারিত কোন ফি নেই, তবে যেতে হবে নিজস্ব গাড়িতে। র্যাফেল ড্র’র পুরস্কারের মধ্যে রয়েছে নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকিট, স্বর্নালঙকার, ৬৫ ইঞ্চি টিভি ইত্যাদি। বিনোদনমূলক নানা খেলাধুলার পাশাপাশি বোনাস হিসেবে থাকবেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী দিলরুবা খানের কন্যা শিমুল খান।
চট্টগ্রাম সমিতির সভাপতি মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, নানাবিধ কারণে এবারের বরভোজন ঘিরে বীর চট্টলার প্রবাসীদের মধ্যে ভিন্ন এক জাগরণ সৃষ্টি হয়েছে। তারই আলোকে আমরাও সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি প্রবাসে সর্ববৃহৎ একটি বনভোজন উপহার দিতে। ইতিমধ্যেই সমিতির দুর্দিনের কান্ডারি সকলেই সারা দিয়েছেন। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, বস্টন, এমনকি ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড থেকেও অনেকে আসবেন বলে নিশ্চিত করেছেন।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24