
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৫ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:১৩ পূর্বাহ্ণ
সতীর্থদের উল্লাসের মধ্যে ট্রাম্পের স্বাক্ষর সেই বিলে।
অভিবাসী সমাজ এবং মাঝারি ও স্বল্প আয়ের আমেরিকানদের চিকিৎসা-স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং পুষ্টিকর খাদ্য-সহায়তার বহু পুরনো কর্মসূচিতে কাটছাটের কথিত ‘বিগ বিউটিফুল বিল’কে আইনে পরিণত করার মধ্যদিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার অপরাহ্নে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশায় নিজের কট্টর সমর্থকদের জড়ো করে হোয়াইট হাউজে ‘বনভোজন’ পার্টিও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোটি কোটি আমেরিকানকে দু:সহ অবস্থায় নিপতিত করার বিলে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেছেন, আমেরিকানরা এখোন সবচেয়ে বেশী খুশী। আমরা বিজয়ী হলাম আগের যে কোন সময়ের তুলনায়। এই বিগ বিউটিফুল বিলটি পাশের মধ্যদিয়ে গত নভেম্বরের নির্বাচনে আমেরিকানরা যে ম্যান্ডেট দিয়েছেন তার নবায়ন ঘটলো বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প যখোন তার সমর্থক-সহকর্মী এবং মন্ত্রি পরিষদ সদস্যদের পাশে নিয়ে এই বিলে স্বাক্ষরের উৎসব করছিলেন তখোন হোয়াইট হাউজের আশে-পাশে এবং যুক্তরাষ্ট্রের বহু সিটিতে ‘ফ্রি আমেরিকা’ স্লোগানে বিক্ষোভ হচ্ছিল। বিক্ষোভের মুখে লসএঞ্জেলেস সিটিতে স্বাধীনতা দিবসের কর্মসূচি ভন্ডুল হয়ে গেছে। কারণ, নয়া এই বিধিতে অভিবাসন-বিরোধী অভিযানের বরাদ্দ বাড়ানো হয়েছে। অর্থাৎ গ্রেফতার এবং বহিষ্কার চরমে উঠাতে আর কোন সমস্যাই হবে না ট্রাম্প প্রশাসনের। ১৬৭টি স্থানে বিক্ষোভ হয় ৪ জুলাই স্বাধীনতা দিবসে। শনিবার এবং রোববারও তা অব্যাহত থাকবে এবং সর্বমোট ২৬৪ স্থানে বিক্ষোভ-সমাবেশ হবে বলে ‘ফ্রি আমেরিকা’ কর্মসূচির সংগঠকরা জানিয়েছেন। কর্তৃত্ববাদি-ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি দাবিতে আমেরিকানরা ট্রাম্পের প্রথম মেয়াদেও তুমুল বিক্ষোভ করেছেন। কয়েকদিন আগে ট্রাম্পের বিরুদ্ধে সারা আমেরিকায় আরেকটি বিক্ষোভ হয়েছে। এই কর্মসূচির কো-চেয়ার নিকোল গিইবেল শুক্রবার বলেছেন, অভিবাসীদের শ্রম-ঘামে গড়ে উঠা আমেরিকা থেকে কঠোর পরিশ্রমী অভিবাসীদের তাড়ানোর পাশাপাশি সিটিজেনদের মৌলিক অধিকার হরণের গভীর ষড়যন্ত্রে লিপ্ত ট্রাম্পকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়া হয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। চিকিৎসা-শিক্ষার ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে। অভাবী মানুষকে আরো সংকটে ঠেলে দেয়ার মত একটি বিধি নিয়ে হোয়াইট যে তামাশা শুরু করেছে তা কখনো আমেরিকার জন্যে শুভ কিছু নয়।
Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24