নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৯ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:৫২ পূর্বাহ্ণ
বনভোজনকে সাফল্যমন্ডিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান হাবিব রহমান হারুন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ২৭তম বার্ষিক চড়ুইভাতি ৬ জুলাই রোববার লংআইল্যান্ডে সবুজে ঘেরা প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে বেলমন্ড স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতৃবৃন্দকে পাশে নিয়ে উৎসবমুখর পরিবেশে রং বেরঙের বেলুন উড়িয়ে সংগঠনের সভাপতি বাবু তারকচন্দ্র পন্ডিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন। দিনব্যাপী অনুষ্ঠানে নিউইয়র্ক সহ ট্রাই-স্টেটের কিশোরগঞ্জের তিন শতাধিক প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিরা ছিলেন নানাপর্বে।

বনভোজনে সবচেয়ে আকর্ষণীয় একটি পর্ব। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
শহীদুল হাসানের পরিচালনায় বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা ১২ট ইভেন্টে শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। ক্রীড়া পরিচালনায় সহযোগিতায় ছিলেন মো. এনামুল হক, তানভীর রায়হান মিঠু, জাহাঙ্গীর জামিল দিপু, ফয়সাল কবীর, ইবনে হিয়াম, শামীম হোসাইন, মো. মোস্তফা বিন আব্দুল্লাহ, আশরাফুল আলম হিমেল, আবদুল করীম জুয়েল, রাজন দাস ও হাবিবুর রহমান জুয়েল। ভরদুপুরে সুস্বাদু খাবার পরিবেশনে ছিলেন অধ্যক্ষ মোক্তার হোসেন, হাবিব রহমান হারুন, শহীদুল হাসান, জাহাঙ্গীর জামিল দিপু, শামীম হোসাইন, মো. এনামুল হক, আনোয়ার উদ্দিন খান, মুহিবুর রশিদ সুজন ও ফয়সাল খান।
পড়ন্ত বিকেলে গান গেয়ে অভিভূত করেন মো. এনামুল হক, মো. আবদুর রাজ্জাক ও হাবিব রহমান হারুন। দুটি স্বর্ণালঙ্কার সহ দশটি আকর্ষণীয় পুরস্কারের র্যাফেল ড্র’র টিকিট বিক্রির টিমে ছিলেন ইভা আনোয়ার, ডলি রাজ্জাক, তানিয়া নাজির, রিপা জাহাঙ্গীর, তটিনী রায়হান, শিরীন কামাল ও অধ্যাপক রোকেয়া মোক্তার।

কর্মকর্তাগণকে পাশে নিয়ে বনভোজনে বিজয়ীগণের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান কামালের সভাপতিত্বে বিজয়ীগণের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের ট্রাস্টি বোর্ড সদস্য ফার্মাসিস্ট আবদুল আওয়াল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য হাবিব রহমান হারুন, জাইদুল কবীর খান, সংগঠনের সাবেক সভাপতি মো. আবদুর রাজ্জাক, মো. শহীদুল হাসান, উপদেষ্টা অধ্যক্ষ মো. মোক্তার হোসেন, নাজিম আহমেদ, মো.আনোয়ার উদ্দিন খান, ইমরুল হাসান ফেরদৌস, মো. রোকন উদ্দিন, মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মুহিবুর রশিদ সুজন, চড়ুইভাতি ২০২৫ এর আহ্বায়ক তানভীর রায়হান মিঠু, সদস্য সচিব ফয়সাল খান, প্রচার সম্পাদক রাজন দাস, হক এ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এ কে এম ফজলুল হক, মেডিহাবের স্বত্বাধিকারী তানিয়া ঝুমি, কালাম বাজার সুপার মার্কেটের মো. কালাম, নিউইয়র্ক অঞ্চলের জনপ্রিয় ‘হক মেডিকেল’র চিকিৎসক ডা. সায়েরা হক প্রমুখ।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24