ফিফা এওয়ার্ড পেলেন লসঅ্যাঞ্জেলেসের আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৩ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৯ পূর্বাহ্ণ

ফিফা এওয়ার্ড পেলেন লসঅ্যাঞ্জেলেসের আবু সুফিয়ান

আবু সুফিয়ান।

লসঅ্যাঞ্জেলেস প্রবাসী মোহাম্মদ আবু সুফিয়ানকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস (ফিফা) সৃজনশীল উন্নয়ন্নে অবদান রাখার জন্য পুরস্কার প্রদান করেছে। পুরস্কারটি সম্প্রতি ঢাকায় বিসিএফসিসি অডিটরিয়ামে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রদান করা হয়। আবু সুফিয়ানআমেরিকায় অবস্থান করায় তার ছোটভাই মাহাদী হাসান পুরস্কারটি গ্রহন করেন।

আবু সুফিয়ানকে সাংস্কৃতিক উন্নয়নে নেতৃত্বের ক্যাটাগরিতে অসাধারণ অবদানের জন্য সম্মানিত করা হয়েছে, যা বাংলাদেশি সংস্কৃতিকে প্রচার এবং লসঅ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশে প্রবাসী নেতৃত্বকে উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদেশে বাংলাদেশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিল্পের বিকাশকে উৎসাহিত করার জন্য তার প্রচেষ্টা জাতীয় স্বীকৃতি অর্জন করেছে।

বিফার প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন পুরস্কার বিতরণ পর্বে বলেছেন, “দৃষ্টিভঙ্গীপূর্ণ নেতৃত্ব এবং অবিচল নিবেদনের মাধ্যমে আবু সুফিয়ান সৃজনশীল প্রকাশকে লালন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং লসঅ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশে প্রবাসীদের পরিচয়কে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

অফিসিয়াল সম্মাননাপত্রে সুফিয়ানের “প্রেরণাদায়ক প্রচেষ্টার”প্রশংসা করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে তার কাজ “সৃজনশীল উন্নয়নে প্রবাসী নেতৃত্বের উদাহরণ এবং সাংস্কৃতিক উন্নয়নে নেতৃত্বের ক্ষেত্রে একটি মানদণ্ড স্থাপন করে।”

Facebook Comments Box

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us