সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলার প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৬ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১১ পূর্বাহ্ণ

সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলার প্রস্তুতি সভা

ঊাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাগণের পুনর্মিলনীর প্রস্তুতি সভায় অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের অনুষ্ঠিতব্য মিলনমেলা-২০২৫ কে সফল করার লক্ষ্যে প্রস্তুতি কমিটির এক জরুরি সভা ১৪ জুলাই সোমবার জ্যামাইকাস্থ মেজ্জান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আহ্বায়ক ডাঃ ওয়াদুদ ভুঁইয়া। পরিচালনা করেন সদস্য সচিব বাবুল চৌধুরী ও সমন্বয় করেন প্রধান সমন্বয়ক মোঃ জামান তপন। রেজিস্ট্রেশনের অর্থ সংগ্রহ করেন একেএম নুরল হক। উল্লেখ্য, কুইন্সের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ২৪ আগস্ট এ মিলনমেলা হবে।

সভায় সোসাইটির বর্তমান কমিটির সাথে সাবেক কর্মকর্তাদের ভুল বোঝাবুঝির অবসানে বিশেষ বৈঠকের আয়োজন করার জন্য সাবেক সভাপতি আজমল হোসেন কুনুকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ও সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ানকে উদারতা নিয়ে বৈঠক করার জন্য ধন্যবাদ জানান। এছাড়া সোসাইটির এনলার্জ বোর্ড সভায় সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলন মেলায় তাদের অংশগ্রহণের সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়। এবং সোসাইটির বর্তমান কমিটি কর্তৃক অনুষ্ঠেয় গোল্ডেন জুবলি (৫০ বছর পূর্তি)অনুষ্ঠানে সাবেক কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গিকারের পুনর্ব্যক্ত করা হয়। সভায় আসন্্ন মিলনমেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও স্মরণিকা প্রকাশ ও বিজ্ঞাপন প্রদানে ব্যপক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সাবেক কর্মকর্তাগণের মিলনমেলাকে কিভাবে সুন্দর ও সফল করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এবং সকলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঊাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাগণের পুনর্মিলনীর প্রস্তুতি সভায় অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সভায় উপস্থিত অনেকে প্রতিবছর সাবেক কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন। সভায় সোসাইটির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সাবেক কর্মকর্তা তাদের বক্তব্যে সাবেক কর্মকর্তাদের মিলনমেলার উদ্যোগ ও এ পর্যন্ত এগিয়ে নেয়ার জন্য প্রশংসা করেন। সকলে আগামী ২৪ আগষ্ট অনুষ্ঠিতব্য মিলনমেলাকে সাফল্যমন্ডিত করার সার্বিক সাহায্য সহযোগিতারও আশ্বাস দেন ।
সভায় আরো উপস্থিত ছিলেন এম আজিজ, আজমল হোসেন কুনু, মোহাম্মদ রব মিয়া, একেএম ফজলে রাব্বী, রানা ফেরদৌস, নাঈমা খান, কাজী সামছুল হক, মনিরুল ইসলাম, ফারুক চৌধুরী, ওসমান চৌধুরী, সৈয়দ এম কে জামান, আমিনুল ইসলাম চৌধুরী, নিশান রহিম, নওশাদ হোসেন, শেখ সিরাজ, খান শওকত, জেড চৌধুরী জুয়েল, ডাঃ শাহনাজ আলম লিপি, সাইফুল ইসলাম, মোহাম্মদ হায়দার, সরোয়ার খান বাবু, আজিজুল হক মুন্না, একেএম রফিকুল ইসলাম ডালিম, মোহাম্মদ জামিল হোসেন, সাইফুল্লাহ ভূঁইয়া, সাইফ আজাদ, ইভান খান প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ১০:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us