গোপালগঞ্জ সহিংসতা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৭ পূর্বাহ্ণ

গোপালগঞ্জ সহিংসতা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

গোপালগঞ্জে ১৬ জুলাই সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির গঠন ও দায়িত্ব
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটির অন্য两名 সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব। কমিটিকে ঘটনার গভীর তদন্ত করে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের অবস্থান
সংবাদ বিবৃতিতে অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এতে বলা হয়, “সহিংসতা বা মৃত্যুর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পটভূমি
গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দলীয় সহিংসতা, অগ্নিসংযোগ ও সংঘর্ষে ৪ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের এ হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রতিক্রিয়া:

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আগেই জানিয়েছিলেন, “অন্যায়কারীদের ছাড় দেওয়া হবে না।”

এনসিপি নেতৃত্ব আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পরবর্তী পদক্ষেপ:
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us