নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৩ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩৩ পূর্বাহ্ণ
সিনেটর চাক শ্যুমার।
বাংলাদেশে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ এবং নিহতদের স্বজনের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মার্কিন সিনেটে বিরোধী দলীয় নেতা (ডেমক্র্যাট-নিউইয়র্ক) সিনেটর চাক শ্যুমার এবং প্রতিনিধি পরিষদের জ্যেষ্ঠ সদস্য (ডেমক্র্যাট-নিউইয়র্ক) কংগ্রেসমওম্যান গ্রেস মেং। পৃথক পৃথকভাবে ২২ জুলাই প্রদত্ত বিবৃতিতে তারা এ সংবাদদাতাকে বলেছেন, এই বিমান দুর্ঘটনায় বিপর্যস্ত বাংলাদেশী আমেরিকানদের সাথে আমাদেরও হৃদয় ভেঙে গেছে। বিশেষ করে যেসব প্রবাসী তাদের স্বজন হারিয়েছেন অথবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেসব বাংলাদেশীর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সিনেটর চাক শ্যুমার উল্লেখ করেছেন, ঐ ভয়ংকর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কিংবা ব্যথিত বাংলাদেশী আমেরিকানদের সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গিকারও করছি। এমন পরিস্থিতিতে নিপতিত বাংলাদেশের মানুষের পাশেও রয়েছি।

কংগ্রেসওম্যান গ্রেস মেং।
কংগ্রেসে জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র সম্পর্কিত সাব কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশীদের পরীক্ষিত বন্ধু কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেছেন, দু সন্তানের মা হিসেবে আমি অনুধাবন করতে পারছি স্কুলগামী সন্তান হারানো অভিভাবকগণের কষ্টের ব্যাপারটি। আর যারা তাদের সহপাঠিগণকে হারিয়েছে তাদের বেদনাও আমাকে নিদারুণভাবে কষ্ট দিচ্ছে। ঐ দুর্ঘটনায় আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি। এমন একটি পরিস্থিতিতে নিপতিত সকল প্রবাসী বাংলাদেশীর পাশে রয়েছি এবং দুর্ঘটনার পরই যারা উদ্ধারকর্মে নিয়োজিত হয়েছেন নিজের জীবন বিপন্ন জেনেও তাদের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এই মর্মন্তুদ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত/ব্যথিত বাংলাদেশী আমেরিকানদের যে কোন ধরনের সহযোগিতা দিতেও আমার ডিস্ট্রিক্ট অফিসের দরজা সবসময় খোলা রয়েছে।
এদকে, যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেট্স-সহ বাংলাদেশী অধ্যুষিত সকল সিটির মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। নিউইয়র্কে অনুষ্ঠিত এক শোক র্যালিতে বিএনপি নেতৃবৃন্দ অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসায় প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণাও দিয়েছেন।
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24