অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৪০ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। স্কটল্যান্ডে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরান খুবই খারাপ সংকেত দিচ্ছে। তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার কোনো সুযোগ দেব না।”
ট্রাম্পের হুমকির মূল বক্তব্য:
“আমরা ইতিমধ্যে তাদের পারমাণবিক সুবিধা ধ্বংস করেছি। যদি আবার চেষ্টা করে, আপনার আঙুল তোলার আগেই আমরা সেগুলো গুঁড়িয়ে দেব।”
“আমরা এটা আনন্দের সঙ্গে করব—খোলাখুলিভাবে ও নির্দ্বিধায়।”
ইরানের অবস্থান:
ইরান তার পারমাণবিক কর্মসূচিকে “বেসামরিক উদ্দেশ্যে অপরিহার্য” বলে দাবি করে আসছে। গত সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) সঙ্গে আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রয়েছে।”
সম্প্রতিক উত্তেজনা:
গত জুনে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এটাই ছিল তেহরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে প্রথম বড় কূটনৈতিক আলোচনা। তবে আলোচনায় কোনো সাফল্য আসেনি।
ইরানের সতর্কবার্তা:
আরাগচি ট্রাম্পের হুমকির জবাবে বলেন, “ইরান কখনোই হুমকিতে নতি স্বীকার করবে না। যদি আবার হামলা হয়, আমরা কঠোরভাবে জবাব দেব।”
পটভূমি:
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের আলোচনা চলাকালে গত জুনে হামলার ঘটনায় বৈঠক ভেস্তে যায়। বর্তমান হুমকি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24