বাংলাদেশের পরিস্থিতি জেনে হতবাক হলেন কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের পরিস্থিতি জেনে হতবাক হলেন কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স

‘হাসিনা পদত্যাগের পরও দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা, লুন্ঠন, খুনের মামলায় বিরুধী মতবাদের লোকজনকে গ্রেফতার ও হয়রানি অব্যাহত থাকার সংবাদ জেনে চমকে উঠলেন কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির র‌্যাঙ্কিন মেম্বার নিউইয়র্কের কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স। ৫ অগাস্ট সন্ধ্যায় নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে লরেন্স কান্ট্রি ক্লাবে কুইন্স ডেমক্র্যাটিক পার্টির গ্রীষ্মকালিন তহবিল সংগ্রহের বারবিকিউ পার্টিতে অংশগ্রহণকারি বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাট ওসমান চৌধুরী একান্তে শুভেচ্ছা বিনিময়কালে অন্তর্বর্তী সরকারের এক বছরেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসেনি বলে কংগ্রেসম্যান মিক্সকে অবহিত করলে ‘থ’ বনে যান কুইন্স ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ও কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের অন্যতম এই সদস্য। ইউনাইটেড ট্যাক্সি ড্রাইভার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং কুইন্স কম্যুনিটি বোর্ডে সানিসাইড এলাকার অন্যতম সদস্য ওসমান চৌধুরী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে কংগ্রেসম্যানকে অবহিত করেন যে, ক্রমান্বয়ে তা আফগানিস্তানের মত তালেবানি রাষ্ট্রের পথে ধাবিত হচ্ছে। ধর্মীয় মৌলবাদের উত্থানে কোন মহলের প্রকাশ্য সমর্থন দৃশ্যমান হচ্ছে।

কংগ্রেসম্যান গ্রেগরী মিক্সের সঙ্গে ড.দীলিপ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

মিক্স অবশ্য আশা প্রকাশ করেছেন যে, সকলের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা পূরণ হলেই এ ধরনের পরিস্থিতির উন্নতি ঘটবে। গ্রেগরি মিক্স এ সময় ওসমান চৌধুরীকে আরো জানান, বাংলাদেশের ব্যাপারে সবসময় খোঁজ-খবর পাচ্ছি। অন্তর্বর্তী সরকার এবং সদ্য ক্ষমতাচ্যুত পার্টির সংশ্লিষ্টরা যোগাযোগ রাখছেন আমাদের সাথে। আমরাও চোখ-কান খোলা রেখেছি কারণ, আমার নির্বাচনী এলাকার অনেক ভোটারই বাংলাদেশের মানুষ।
এতে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, বাংলাদেশী আমেরিকান মিজানুর রহমান-সহ ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্দ্ধারকেরা ছিলেন। এ সময় প্রদত্ত বক্তব্যে গ্রেগরী মিক্স সকলকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির গণবিরোধী কর্মকান্ডের ব্যাপারে সচেতন থাকার আহবান জানান এবং বলেন, সামনের বছরের মধ্যবর্তী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এহেন আচরণের জবাব দিতে হবে।

এ সংবাদদাতাকে বারবিকিউ পার্টির পর উপরোক্ত তথ্য জানান ওসমান চৌধুরী।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us