‘গুণ্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১২:৪৪ অপরাহ্ণ

‘গুণ্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে’

ভারতের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে লেখেন, গুণ্ডাকে এক ইঞ্চি ছাড় দিলে সে এক মাইল নিয়ে নেয়।

পোস্টের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর একটি বক্তব্যও যুক্ত করেন তিনি, যেখানে বলা হয়েছে— শুল্ককে অন্য দেশকে দমন করার অস্ত্র হিসেবে ব্যবহার করা জাতিসংঘ সনদ ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম লঙ্ঘনের শামিল। এটি অজনপ্রিয় এবং দীর্ঘমেয়াদে টেকসই নয়।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথমে বাণিজ্য চুক্তির তালিকায় ছিল ভারত। কিন্তু কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানির জন্য উন্মুক্ত না করা এবং রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় আলোচনায় অগ্রগতি হয়নি। এর পরেই ট্রাম্প প্রথমে ২৫ শতাংশ এবং পরে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। প্রথম ধাপের শুল্ক বৃহস্পতিবার কার্যকর হয়েছে, দ্বিতীয় ধাপ কার্যকর হবে ২৭ আগস্ট।

এদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চীনের ওপরও শুল্ক বাড়ানো হতে পারে। তিনি বলেন, হতে পারে, আমি জানি না। আমরা ভারতকে দিয়েছি, হয়তো আরও কয়েকটি দেশকে দেব, চীনও থাকতে পারে।

সূত্র : ইকোনমিক টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us