
বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৪৫ পূর্বাহ্ণ
‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’।
মার্কিন মুল্লুকে বাংলাদেশীদের দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলার ক্ষেত্রে নবঅধ্যায়ের সংযোজন ঘটলো ‘পূর্ণাঙ্গ একটি ব্যাংকের মালিকানা’ পাওয়ার মধ্যদিয়ে। ‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’ তথা বিএফসিউ নামক এই ব্যাংকের অনুমোদন ৪ আগস্ট প্রদান করেছে ‘ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন’ (ঘঈটঅ)। নিউইয়র্ক স্টেটে ৫টি শাখার মাধ্যমে শীঘ্রই এই ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে। আর এর মালিক হিসেবে রয়েছেন কুমিল্লার সন্তান মোহাম্মদ কাদের। কয়েক বছর আগে বাংলাদেশ সরকার তাকে ‘সিআইপি’ (কমার্শিয়ার্লি ইমপোর্ট্যান্ট পারসন) খেতাব দিয়েছে। ওয়ালস্ট্রিটের সাথে সম্পৃক্ত উদ্যমী-উদ্যোক্তা মোহাম্মদ কাদের সিআইপি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের বসতি গড়ে উঠার ৫৫ বছরের ইতিহাসের বড় একটি প্রত্যাশার বাস্তবায়ন ঘটালেন-যা কম্যুনিটিকে আরো সমৃদ্ধি দিতে অপরিসীম ভ’মিকায় অবতীর্ণ হবে বলে অনেকে মনে করছেন। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মালিকানা পেয়েছেন কুমিল্লার অপর উদ্যমী-মেধাবি সন্তান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।
পূর্ণাঙ্গ ব্যাংকের অনুমোদনের পত্র পাবার পর ৮ আগস্ট মুহাম্মদ কাদের সিআইপি এ সংবাদদাতাকে বলেন, “এটি শুধু আমার নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির বিজয়। আমরা প্রমাণ করেছি যে বহুজাতিক এবং তীব্র প্রদ্বিন্দ্বিতাপূর্ণ এই সমাজে বাংলাদেশী আমেরিকানরাও একটি অবস্থানে অধিষ্ঠিত হতে পেরেছি। এবং আমেরিকাকে নিজের দেশ হিসেকে এর উন্নয়ন অভিযাত্রায় আমাদের কর্মপ্রয়াসকে খাটো করে দেখার অবকাশ নেই।”
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অবস্থিত ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’ গ্রুপের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ কাদের সিআইপি বললেন, বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন (ইবহমধষ ঋবফবৎধষ ঈৎবফরঃ টহরড়হ )হবে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিদের দ্বারা-যা আর্থিক স্বনির্ভরতা, বিশ্বাস এবং কমিউনিটির শক্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আর এর স্লোগান হচ্ছে ‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন-আমাদের ব্যাংক, আমাদের ভবিষ্যৎ’।
মুহাম্মদ কাদের সিআইপি।
কাদের সিআইপি জানালেন, ইতিমধ্যে সদস্য সংগ্রহ শুরু হয়েছে এবং শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ফাউন্ডার মেম্বার’ হওয়ার পদ্ধতি ঘোষণা করা হবে। মাথাপিছু/সংস্থাপিছু নগদ এক হাজার ডলার করে ৫০০ প্রবাসীকে এই ব্যাংকের ‘প্রতিষ্ঠাতা-দাতা সদস্য’র তালিকাভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এরপর নিউইয়র্ক স্টেটে সবচেয়ে বেশী বাংলাদেশীর বসতি গড়ে উঠা কুইন্সের জ্যামাইকাতে এই ব্যাকের সদর দফতর প্রতিষ্ঠা করা হবে। সেখান থেকেই শুরু হবে কার্যক্রম। এই সিটির কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কসে খোলা হবে ৫টি শাখা। বাংলা ভাষার ম্যানেজার থেকে সকল কর্মচারি সেগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন। অর্থাৎ নিজ ভাষায় ব্যাংকিং সেবার যাবতীয় সুবিধা পাবেন প্রবাসীরা। উল্লেখ্য, নিউইয়র্কসহ সারা আমেরিকায় রাশিয়া, চীন, মেক্সিকো, ভারতসহ বিভিন্ন দেশের অভিবাসীগণের মালিকানায় ব্যাংক রয়েছে। বাংলাদেশী আমেরিকানরাও তেমন একটি গৌরব আর অহংকারের তালিকাভুক্ত হলেন ‘বিএফসিইউ’র অনুমোদন পেয়ে। ব্যাংকটির সিইও কাদের সিআইপি আরো জানালেন, এখানে থাকবে চেকিং অ্যাকাউন্ট, সেভিংস, বাড়ি-গাড়ি ক্রয়ের ঋণ, ক্রেডিট কার্ড, এবং মানি ট্রান্সফারসহ নানা সেবা।
মুহাম্মদ কাদের সিআইপি সব কমিউনিটি নেতা, সামাজিক সংগঠন, মসজিদ, মন্দিরসহ সকলকে এই মাইলফলক প্রতিষ্ঠানে সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত: উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ উদ্যোক্তা মুহাম্মদ কাদের। ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পুরস্কারটি বিশ্বব্যাপী উদ্যমী, উদ্ভাবনী এবং নেতৃত্বের ক্ষেত্রে অসামান্য অবদানে নিবেদিত ব্যক্তিদের সম্মানিত করে। প্রতি বছর এই পুরস্কারটি নির্বাচিত ৪০ জন তরুণ ব্যবসায়ীকে দেওয়া হয়, যাদের বয়স ৪০ বছরের নিচে, এবং তারা তাদের চিন্তা-ভাবনা, ব্যবসায়িক কৌশল, উদ্ভাবন এবং সৃজনশীলতার মাধ্যমে অতুলনীয় সাফল্য অর্জন করেছেন।
ছবির ক্যাপশন-লগো-বিএফসিইউ-১
‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’।
ছবির ক্যাপশন–বিএফসিইউ-২
মুহাম্মদ কাদের সিআইপি।
==========
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24