যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ
পুতিনের সাথে ট্রাম্পের বৈঠক স্থলের বাইরে ইউক্রেনের পক্ষে আমেরিকানদের বিক্ষোভ। ছবি-সংগ্রহ।
রাশিয়ারর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের অনেক আগে থেকেই নিকটস্থ আলাস্কা স্টেটের অ্যাঙ্করেজ সিটির মহাসড়কে বিক্ষোভ শুরু করেন শতশত আমেরিকান। ইউক্রেনের পতাকা হাতে বিক্ষোভকারিরা পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করার প্লেকার্ডও বহন করেছেন। বিক্ষোভ থেকে ইউক্রেন থেকে অপহরণকৃত ২০ সহস্রাধিক শিশুকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্যে রাশিয়ান প্রেসিডেন্টের প্রতি দাবি জানানো হয়। উল্লেখ্য, ১৫৮ বছর আগে আলাস্কা বিক্রি করেছে রাশিয়া। তারপরই এটি যুক্তরাষ্ট্রের ৪৯তম স্টেটে পরিণত হয়। সেই আলাস্কায় অনুষ্ঠিত হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে ট্রাম্পের তিন ঘন্টার অধিক সময়ের বৈঠক, যেখানে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন বন্ধের কোন চুক্তি হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্বভাবগতভাবেই গণমাধ্যমে কথা বলার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে শীঘ্রই পুতিনের সাথে বৈঠকে বসবো এবং সে সময়েই স্থায়ী যুদ্ধ বিরতির পথ সুগম হবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পুতিনের বেশ কবার টেলি-সংলাপ হলেও এটাই ছিল সামনা-সামনি প্রথম বৈঠক ২০২২ সালে ইউক্রেনে হামলার পর। এবং এই বৈঠক নিয়ে সারাবিশ্ব তাকিয়ে ছিল, যদিও আশাব্যঞ্জক কোন ফল আসেনি। ট্রাম্প বলেছেন, পুতিনের সাথে বৈঠকে বসার আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সাথে বৈঠক করে যুদ্ধ-বিরতির সুনির্দিষ্ট ফর্মুলা তৈরী করতে হবে। ট্রাম্প আগেই জানিয়েছেন যে, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মনোভাবকে গুরুত্ব দেয়া হবে শান্তি প্রতিষ্ঠার যে কোন প্রক্রিয়া।
বিক্ষোভকারিরা পুতিনের কঠোর সমালোচনা করেছেন মানবতা-বিরোধী অপরাধে লিপ্ত থাকার জন্যে।
\ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের দীর্ঘ তিন ঘণ্টার এই বৈঠক ‘অত্যন্ত ইতিবাচক’ হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনও চুক্তিতে সম্মত হতে পারেননি দুই নেতা। তবে, ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি শিগগিরই হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কেন একটি চুক্তিতে পৌঁছানো যায়নি সে বিষয়ে কথা বলেছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শক্রিবার অপরাহ্নে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকে কেবল একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। সে কারণেই চুক্তি হয়নি। তবে বিষয়টি কী তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “আমি বলব এই বৈঠক ফিফটি ফিফটি সফল হয়েছে। আমি মনে করি প্রেসিডেন্ট পুতিন সমস্যার সমাধান চান।”
যুদ্ধবন্দি বিনিময়ের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে অগ্রগতিও হচ্ছে। তিনি বলেন, “আজ আমাকে তারা হাজার হাজার যুদ্ধবন্দির একটি তালিকা দিয়েছেন, যারা মুক্তি পাবেন।” চুক্তির বিষয়টি ঝুলে আছে জানালেও ট্রাম্প জোর দিয়ে বলেন, “তাদের এ প্রস্তাব গ্রহণ করতে হবে।”
যুদ্ধ বন্ধ ও চুক্তি বাস্তবায়নের সমাধানের বিষয়ে ট্রাম্প বলেন, “এখন বিষয়টা আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। তাকেই কাজটি করতে হবে। এখন আমিসহ জেলেনস্কি ও পুতিনকে নিয়ে একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।”
ট্রাম্প আরও জানান, পুতিন বলেছেন- ইউক্রেনে হামলা চালানোর সময় যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন তাহলে এই যুদ্ধ হতো না। এ নিয়ে তিনি পুতিনের প্রশংসা করেছেন। এ সময় রাশিয়ার হামলা ঠেকাতে না পারার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করেন ট্রাম্প।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24