বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে

লংআইল্যান্ডে পোর্ট ওয়াশিংটন মসজিদে দোয়া-মাহফিল

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৬ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৫ পূর্বাহ্ণ

লংআইল্যান্ডে পোর্ট ওয়াশিংটন মসজিদে দোয়া-মাহফিল

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পোর্ট ওয়াশিংটন মসজিদে দোয়া-মাহফিলে নেতৃত্ব দেন আব্দুল লতিফ সম্রাট। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডে পোর্ট ওয়াশিংটন জামে মসজিদে জুমআর নামাজ শেষে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও দীর্ঘায়ু কামনা করা হয়। ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্র এলাকাতেও বিএনপির উদ্যোগে বেগম জিয়ার জন্মদিন উদযাপনের সংবাদ পাওয়া গেছে।

অপরদিকে, বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলার নড়াগাতি থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদদাতা জানিয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় থানা বিএনপির কার্যালয়ে এ আয়োজন হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপদ প্রত্যাবর্তন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সমাবেশে নিউইয়র্ক থেকে ভার্চুয়ালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বক্তব্য দেন। তিনি বলেন, “আজকের এই বিশেষ দিনে আমরা দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করছি। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি জাতির আশা-ভরসার প্রতীক। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আবারও গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে ফিরবে।”

ভার্চুয়ালে বিএম বাকির হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক বিএম নাগিব হোসেনও বক্তব্য দেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাহস, দৃঢ়তা ও জনগণের কল্যাণে আত্মনিবেদনের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় যে সংগ্রাম হয়েছে, তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন এবং জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিয়ে যেতে পারেন।”

নড়াগাতি থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহমেদ বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামী ও মানুষের কল্যাণে নিবেদিত। তাঁর জন্মদিন আমাদের জন্য আনন্দের পাশাপাশি নতুন শপথ নেওয়ার দিন, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

সবশেষে বিএম বাকির হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি বাবলু বলেন, “আমাদের নেত্রী অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত দেশের মানুষের জন্য উৎসর্গীকৃত। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি, যাতে তিনি আমাদের পথপ্রদর্শক হয়ে থাকেন।”

 

 

 

 

 

Facebook Comments Box

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us