এরা কি দেশের মানুষকে ভোদাই ভাবে?

মন্তব্য প্রতিবেদন   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৩২ পূর্বাহ্ণ

এরা কি দেশের মানুষকে ভোদাই ভাবে?

প্রতিকী ছবি।

বঙ্গবন্ধুকে হত্যা করে যেভাবে তড়িঘড়ি করে জিয়াউর রহমানের নেতৃত্বে জাগদল প্রতিষ্ঠা করা হয়েছিল খুনীদের দিয়ে , ঠিক একইভাবে গদি দখল করে গড়ে তোলা হলো এনসিপি। চিহিৃত জঙ্গীদের উপদেষ্টা সরকারের গুরুত্বপূর্ণ পদ দিচ্ছে যেমন দিয়েছিল জিয়া বঙ্গবন্ধু হত্যাকারিদের। সচিবালয়ে আগুন দেওয়ার মত জুলাই – আগস্ট পুরো আন্দোলন ছিলো একটা ভন্ডামি। আমেরিকার মিলিয়ন মিলিয়ন ডলারের এই প্রজেক্টের চোরাবালিতে আটকে গেছে ড. ইউসুফ জাই। তেমনি লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার,শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী মোল্লাদের গলা চিপে ধরছে আজ সেই মোল্লারা মাজার মসজিদ ভাঙ্গছে, কোটার জন্য আন্দোলন হয়েছে বলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, একটা সত্যও আজ পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। দীর্ঘ ১৬ বছর ভারতের সাথে গোলামী চুক্তি হয়েছে বলে যারা দেশের মানুষকে ভোদাই বানিয়েছিলো তারা একটা গোলামী চুক্তিও বাতিল করেনি। ২৬ লক্ষ ভারতীয় দেশে আছে বলে যে মিথ্যা গুজব সৃষ্টি করে ক্ষমতার গদি দখল করেছে তাদের একজনও আজ পর্যন্ত দেখাতে পারেনি। এরা কি দেশের মানুষকে ভোদাই ভাবে?
বাংলাদেশের মানুষ যে আহম্মক এতে কোন সন্দেহই নেই। ট্রানজিট , ট্রানশিপমেন্ট ও করিডোর সম্পর্কে না জানা এই বাঙালি, ফেসবুক ভিউ ও টাকা কামাইয়ের ধান্দা থেকে তিস্তা নদীর উৎপত্তিস্থল না জেনেই তো বাঁধের উপর বাঁধ নির্মাণ করতে চেয়ে বাহবা কুড়িয়েছিলো! ভারত কে গালি দিয়ে উল্টো ভারত বানিজ্যিক ভিসা সকল সুবিধা বাতিল করেছে। ইনুস কি করছে দেশের যে বারোটা বাজিয়ে তেরোটা বাজাইয়া ছেড়ে দিচ্ছে তা এখনও এই আহম্মকের দল বুঝতেই পারেনি। শেখ হাসিনার জমানো খাদ্য ভান্ডার এখনো চলছে, শেষ হোক তারপর বুঝবে।

১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ১৯৯৩ সালে ‘আমার দল ’ নামক রাজনৈতিক সংগঠন খুলে আজ থেকে ৩২ বছর আগে তার প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ কেন হয়েছিল? কেন সে ওয়ান ইলেভেনের সরকার প্রতিষ্ঠা করে ২০০৭ সালে ‘ নাগরিক শক্তি ‘ নাম দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলো? ২০২৪ সালে যেটা হয়েছে সেটাও সামরিক অভ্যুত্থান ছিল। ওইসব জুলাই – ফুলাই নাটক ছাড়া আর কিছুই নয়। আধুনিক যুগে যাদের ছয়শো থেকে আটশো শহীদের তালিকা করতেই বছর লাগে এরা কারা? কেন এদের এত দীর্ঘ সময় লেগেছে? কী উদ্দেশ্যে ওরা জুলাই শহীদের নাটক দীর্ঘায়িত করেছে?

আগষ্টে ক্ষমতা দখল করার সাথে সাথেই ওরা সকল মিডিয়া সেন্টারের দখল নিয়েছে, হাজার হাজার সাংবাদিককে দেশ ছাড়া ও মিথ্যা মামলা দিয়ে পলাতক ও গুম করে দিয়েছে। শুরু থেকেই তারা মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে দেশের মানুষের কান ঝালাপালা করে ফেলেছিলো।

শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হতেন তবে বিএনপি ও জামায়াত সহ হেফাজত-এসব রাজনৈতিক দল বাংলাদেশে নিষিদ্ধ থাকতো। বিএনপি ও জামায়াতের অফিস বলে বাংলাদেশের ভেতরে কিছুই থাকতো না। এটাই শেখ হাসিনার ভুল ছিলো যে উনি বাংলাদেশের ৬৬৬ কোটি টাকা মেরে দেওয়া ইউসুফ জাইকে গলা ধাক্কা দিয়ে জেলে ঢুকিয়ে দেননি। সেদিন যদি দেশ ধ্বংসের এই ভাইরাস তথা এই দানবকে বাংলাদেশে নিষিদ্ধ করতেন এবং তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জ্বালিয়ে দিতেন তবে এই জুলাই নাটকের জন্ম হতো না। শেখ হাসিনা এসব না করেও ফ্যাসিস্ট! কিন্তু যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর জ্বালিয়ে দিলো , ওয়াজেদ মিয়ার সুধাসদন জ্বালিয়ে দিয়েছে, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস জ্বালিয়ে দিয়ে গত ১ বছরে আওয়ামী লীগের সাড়ে ৪ লক্ষ নেতাকর্মী গ্রেফতার করে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে হাজার হাজার নেতা কর্মী হত্যা করে। তারা কি? শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি , ইউনুসের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন তার ছিটেফোঁটাও শেখ হাসিনা পাননি। এজন্য শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে শয়তানের সাথে লড়াইটা তিনি কিভাবে শুরু করবেন ? ইউসুফ জাই নামক যে ফ্রড বিচারপতিদের সই জালিয়াতি করে অবৈধ অর্ডিন্যান্স জারি করে অবৈধ ক্ষমতায় দেশ শাসন করে দেশের কোটি কোটি মানুষকে ভোদাই বানিয়েছেন তার বিচার এমন হতে হবে যেন হাজার বছর পর হলেও মানুষ যেমন মীরজাফর ও খন্দকার মোশতাককে বেইমান হিসেবে মনে রেখেছে, হিটলার ও মুসোলিনিদের বিশ্বের মানুষ যেভাবে ঘৃণা করে সেই ইউসুফ জাইকে বাংলাদেশের ‘ ঘৃণা স্তম্ভ’ বানিয়ে রাখতে হবে। আজ নয়তো কাল এই ভন্ডদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে।

Facebook Comments Box

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us