সিলেট এম.সি. এ্যান্ড সরকারি কলেজ শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৪৪ পূর্বাহ্ণ

সিলেট এম.সি. এ্যান্ড সরকারি কলেজ শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচি

বৃত্তি কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের শীর্ষ নেতারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

নিউইয়র্কে সিলেট এম.সি. এন্ড গভর্নমেন্ট কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক ঘোষণা করেছে একটি স্থায়ী বৃত্তি কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ পঞ্জিকা বর্ষ থেকে এম.সি. এ্যান্ড সিলেট সরকারি কলেজের মোট ৪০ জন শিক্ষার্থী এই বৃত্তি পাবেন।

১৮ অগাস্ট সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শানাই পার্টি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রতি শিক্ষার্থীকে বছরে ৭ হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে মুরারিচাঁদ কলেজের ২৫ জন শিক্ষার্থী (১৫ জন বিভাগভিত্তিক, ৪ জন ইন্টারমিডিয়েট ও ৬ জন পাস কোর্স) এবং সিলেট সরকারি কলেজের ১৫ জন শিক্ষার্থী (৫ জন বিভাগভিত্তিক ও ১০ জন ইন্টারমিডিয়েট ও পাস কোর্স) অন্তর্ভুক্ত থাকবেন।

বৃত্তির জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর। প্রাথমিক বাছাই সম্পন্ন হবে ১৫ অক্টোবরের মধ্যে এবং ১৫ নভেম্বরের মধ্যে কার্যকরী পরিষদের অনুমোদন শেষে ৭ ডিসেম্বর বৃত্তির অর্থ বিতরণ সম্পন্ন করা হবে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপনকালে স্কলারশিপ উপ-কমিটির চেয়ার বেলাল উদ্দিন বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রাক্তন শিক্ষার্থীদের একতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন, ইফতার মাহফিলসহ নানা আয়োজনের পাশাপাশি তারা কোভিড-১৯ মহামারিতে শ্রমিকদের সহায়তা, বন্যাদুর্গতদের সহায়তা, কলেজ ক্যাম্পাসে সবুজায়ন প্রকল্প এবং ম্যাগাজিন প্রকাশ করেছে। বেলাল উদ্দিন আরো বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বৃত্তি কর্মসূচী মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তাঁদের স্বপ্ন পূরণে সহায়তা করবে এবং শিক্ষাজীবনে অগ্রসর হওয়ার প্রেরণা যোগাবে।”

বৃত্তি কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এলামনাই এসোসিয়েশনের বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

তিনি আরও আশা প্রকাশ করেন, সংগঠনের কার্যকরী পরিষদ ও শুভানুধ্যায়ীরা এই মহৎ উদ্যোগকে সফল করতে আর্থিক ও নৈতিক সহায়তা অব্যাহত রাখবেন।

সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রস্থ ‘সিলেট এমসি এ্যান্ড গভর্ণমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এসোসিয়েশনের সভাপতি শফিকউদ্দিন চৌধুরী সংগঠনের গত ১৫ বছরের কার্যক্রমের আলোকপাত করে বলেন, গরিব অথচ মেধাবি শিক্ষার্থীগণের উচ্চ শিক্ষার পথ সুগম রাখতে সদস্য-কর্মকর্তাগণের এ মহতি উদ্যোগ বাস্তবায়িত হবে সামনের বছরের শুরুতে। এরপর প্রতিবছরই তা অনুষ্ঠিত হবে। এসোসিয়েশনের সদস্যগণের সাথে সিলেটবাসীর মধ্যে যারা শিক্ষানুরাগী তাদেরও আন্তরিক সহযোগিতার উদাত্ত আহবান জানানো হয় বৃত্তির কার্যক্রমকে পর্যায়ক্রমে প্রসারের জন্যে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সহ-সভাপতি সাখাওয়াত আলী, কবির চৌধুরী, অধ্যাপক আমিনুল হক চুন্নু, দেওয়ান শাহেদ চৌধুরী, মনসুর চৌধুরী, ইব্রাহিম চৌধুরী খোকন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us